skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরলটারিতে কোটিপতি মঙ্গলকোটের দিনমজুর

লটারিতে কোটিপতি মঙ্গলকোটের দিনমজুর

মঙ্গলকোটের ঋতুর্বাপুর গ্রামে খুশির হাওয়া

Follow Us :

বর্ধমান: লটারিতে (Lottery) টিকিট কেটে রাতারাতি কোটিপতি (Crore) হলেন এক দিনমজুর (Laborer)। মঙ্গলকোটের (Mongolkot) ঋতুর্বাপুর গ্রামের ওই দিনমজুর ১২০ টাকা দিয়ে ডিয়ার লটারির কেটে এক কোটি টাকার মালিক হলেন। যার জেরে খুশি গোটা গ্রামে। অন্যের জমিতে কাজ করে এবং ছাগল পালন করে সংসার চলত ভাস্কর মাজির। মাঝেমধ্যেই তিনি লটারি টিকিট কাটতেন। টানা ১০ বছর তিনি লটারির টিকিট কাটছেন। মাঝে মধ্যে তাঁর পকেটে লটারির টিকিট দেখতে পেয়ে পরিবারের সঙ্গে অশান্তি হয়েছে বলে জানান তিনি। রবিবার তিনি ন’পাড়া বাসস্ট্যান্ডে যান ছাগলের জন্য ঘাস কাটতে। পকেটে পয়সা না থাকায় তিনি দোকানের কাছে ধারে টিকিট কেনেন। তিনি দোকানের কাছে কুড়ি টাকা পেতেন, আর ৬০ টাকার তিনি লটারি ক্রয় করেন। দোকানি তার কাছে চল্লিশ টাকা পান। বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন যে লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন এক কোটি টাকা।

তাঁর বসবাস করার মতো কোনও ঘর নেই। তিনি একটি বাড়ি ও কিছু চাষের জমি কিনবেন বলে জানান। ওনার স্ত্রী সুমিত্রা মাজি জানান যে, আমাদের খুব কষ্টের সংসার। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। পুজোর আগেই এত বড় খুশির খবর পেয়ে আমরা খুব আনন্দ পেয়েছি। ওনার মেয়ে নয়ন ও কল্পনা মাজি জানান যে, বাবা আমাদের বহু কষ্ট করে বিএ পাস করিয়েছেন এবং ঋণ করে আমাদের দুই বোনের বিয়ে দিয়েছেন । ভগবান বাবার মুখ পানে তাকিয়েছেন।

আরও পড়ুন: কালনায় মহিলা চালককে টোটো থেকে নামিয়ে মারধর

সব মিলিয়ে এই পুরস্কার পেতেই গোটা গ্রামে খুশির হাওয়া। ন’পাড়া বাসস্ট্যান্ডে তিনি টিকিট কাটেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular