বসিরহাট: পরকীয়া প্রেমের জেরে আত্মহত্যা! বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নতুনবাজার এলাকার ঘটনা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিস প্রতিবেশিনী এক মহিলাকে সোমবার ভোরে গ্রেফতার করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৪২-এর হারান মণ্ডল পেশায় শ্রমিক। বাড়ি হাসনাবাদ থানার আবাদ মোহনপুর গ্রামে। শনিবার দুপুর ১টা নাগাদ নতুনবাজার সংলগ্ন স্থানে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, প্রথমে মোবাইলে একটি ফোন আসে। তারপর কিছু সময়ের জন্য হারানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর বাজারের একটি নির্জন জায়গায় তাঁকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। অন্য শ্রমিকরা হারানের মৃতদেহ ঝুলতে দেখে পান।
খবর দেওয়া হলে হাসনাবাদ থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। নিহত হারানের মেয়ে ইন্দ্রাণী মণ্ডল অভিযোগ করেন, ঘটনার ঠিক আগেই প্রতিবেশিনী ৩২ বছরের গৃহবধূ সরস্বতী মিস্ত্রি তাঁর বাবাকে ফোন করেছিলেন। ফোন করে সরস্বতী হারানকে আত্মহত্যা করার প্ররোচনা দেন বলে তাঁর অভিযোগ। ইন্দ্রাণী বলেন, ওর জন্যই আমার বাবার মৃত্যু হয়েছে। অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আরও পড়ুন – Alipurduar News: কালজানি রেল ব্রিজে নিত্য ঝুঁকির যাতায়াত
অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিস আজ, সোমবার ভোররাতে আবাদ মোহনপুর গ্রাম থেকে সরস্বতীকে বাড়ি থেকে গ্রেফতার করে। পাশাপাশি যে মোবাইল থেকে ফোন করা হয়েছিল, সেই মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিস। ধৃতকে আজই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় মৃত হারান মণ্ডলের পরিবার সরস্বতীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।