Friday, July 4, 2025
Homeজেলার খবরপরকীয়ার প্রতিবাদে বধূকে কুপিয়ে খুন

পরকীয়ার প্রতিবাদে বধূকে কুপিয়ে খুন

Follow Us :

মুর্শিদাবাদ: অপরাধ পরকীয়ার প্রতিবাদ করা৷ এ কারণেই খুন হতে হল বছর একুশের গৃহবধূকে৷ মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা এলাকার ঘটনা৷ মৃতের নাম আলিমা খাতুন৷ খবর পেয়ে, ভগবানগোলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ মৃতের বাবার বাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে৷

তিন বছর আগে ভগবানগোলার রামেশ্বরমাটি চাঁওয়ার সারোয়ার হোসেনের সঙ্গে আলিমা খাতুনের বিয়ে হয়৷ তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, পাশের গ্রামের এক মহিলার সঙ্গে সারোয়ার হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে বেশ কয়েকমাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলছিল। একই ইস্যুতে মঙ্গলবার রাতে দুজনের বচসা হয়৷ এরপর গভীর রাতে শ্বশুর বাড়িতে গৃহবধূ নিখোঁজের খবর পাঠায় সারোয়ার হোসেন৷

খবর পেয়ে, রাতেই আলিমার বাবার বাড়ির লোক তাঁর খোঁজ শুরু করেন৷ কয়েক ঘণ্টা পর বাড়ির কিছুটা দূরে আলিমার রক্তাত্ব দেহ উদ্ধার হয়৷ শরীরের একাধিক জায়গায় ধারোলো অস্ত্রের আঘাত দেখা গেছে৷ খবর পেয়ে, ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ ইতিমধ্যে, মৃতের স্বামী সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39