skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরফাঁকা স্থানে হঠাৎ ধস, আতঙ্কিত এলাকাবাসী

ফাঁকা স্থানে হঠাৎ ধস, আতঙ্কিত এলাকাবাসী

Follow Us :

অণ্ডাল থানার অন্তর্গত কাজোড়া মারোয়াড়ি কুঠি এলাকার ইসিএল গেস্ট হাউসের কাছে একটা ফাঁকা জায়গায় হঠাৎই ধস নামে। ধসের খবর ছড়াতেই আতঙ্কিত হয়ে ওঠেন এলাকার মানুষ। কেননা অণ্ডাল এলাকার মানুষ ধসের আতঙ্ক দেখেছেন হরিসপুর, পরাশকোল, জামবাদ-সহ বিভিন্ন এলাকায়। ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রাম। এক বছর আগেই জামবাদের খনি এলাকায় ধসে তলিয়ে গিয়েছিল একটা বাড়ি। তাই সোমবার সকালে ধসের এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয়দের মতে, খনি অঞ্চলের বেশির ভাগ অংশই কয়লা বের করে নেওয়ার পর মাটির তলা ফাঁকা। সঠিক ভাবে মাটির তলার অনেক জায়গায় বালি প্যাকিং হয়নি। যার ফলেই বিভিন্ন জায়গায় দেখা দেয় ধস। স্থানীয় বাসিন্দা মন্টু কুমার ঠাকুর জানান, অবিরাম বৃষ্টি চলছে গত কয়েক দিন ধরেই ,আর সে কারণেই এই ধস। ধস কবলিত এলাকা থেকে ইসিএলের কর্মীদের আবাসন খুব বেশি দূরে নয়। ফলে এই ধসের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তাঁরাও। এ ব্যাপারে খবর দেওয়া হয়েছে ইসিএল কর্তৃপক্ষকে। ইসিএল সূত্রে খবর, বৃষ্টি থামলে ধসকবলিত এলাকা মাটি দিয়ে ভরাট করা হবে। আপাতত ওই ফাঁকা ধসকবলিত এলাকায় যাতে কেউ না যায় তার জন্য সতর্ক করা হয়েছে ইসিএলের তরফে।

RELATED ARTICLES

Most Popular