নওদা, মুর্শিদাবাদ: নওদা তৃণমূল ব্লক কমিটি ঘোষণার পর অসন্তোষ ছড়াল তৃণমূলের অন্দরে। বুধবার বিকেলে নওদার আমতলা তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে দলের একাংশ। পার্টি অফিস থেকে চেয়ার বার করে ভাঙচুর করা হয়। এমনকী অগ্নিসংযোগও করা হয়। বিক্ষোভকারীদের দাবি, গত সোমবার নওদা তৃণমূল ব্লক কমিটির নাম ঘোষণা করেছেন ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ।
ঘোষিত সেই নাম মানছেন না অনেকেই। যে দশটি অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতির নাম ঘোষণা হয়েছে, তাঁরা অনেকেই বিরোধী শিবিরের এবং গত পঞ্চায়েত ভোটে সেই নেতারা তৃণমূলের বিরোধিতা করেছিলেন। আর তাঁদের নিয়েই নতুন ব্লক কমিটি ঘোষণা হয়ে গেল।
আরও পড়ুন: Manik Bhattacharya: মানিক মামলায় এখনই হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
অথচ যাঁরা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন এবং তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন, তাঁদের বাদ দিয়ে দেওয়া হল। ফলে ব্লক সভাপতির ওই নতুন ঘোষণা মানছেন না বলেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
বেশ কিছুদিন ধরেই জেলা তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল তীব্র আকার নিয়েছে। নব্য ও আদি তৃণমূলের এই দ্বন্দ্বে চরম অস্বস্তিতে পড়েছে জেলা নেতৃত্ব। আদি তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলবদলুদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। অথচ, দীর্ঘদিন ধরে যাঁরা সিপিএম-কংগ্রেস-বিজেপির বিরুদ্ধ রক্ত ঝরিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন, আজ তাঁরাই দলে ব্রাত্য।
সেই বিরোধই এদিন চরম আকার নেয়। এদিন বিকেলে নওদার আমতলা তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে দলের একাংশ। শুধু তাই নয়, দলের অফিসে ঢুকে তারা তাণ্ডব চালায়। অফিস থেকে চেয়ার বার করে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকী তাতে আগুন ধরিয়ে দেয় তারা। এ নিয়ে জেলা নেতৃত্ব জানিয়েছে, যারা এ ধরনের কাজ করেছে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তাদের অভিযোগের সারবত্তা আছে কিনা, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নেতৃত্ব।