কলকাতা টিভি ওয়েব ডেস্ক: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এবার বিজেপির বুথ সভাপতির ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট এলাকার। ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কী হয়েছিল?
অভিযোগ, গত ২৪ এপ্রিল সকাল ন’টা নাগাদ ছাগল চরাতে গিয়েছিল ওই নাবালিকা। সঙ্গে তার এক বান্ধবীও ছিল। সেই সময় তাদেরই প্রতিবেশী কান্ত হালদার নামে বিজেপির বুথ সভাপতির ভাই পাশের আম বাগানের দিকে নিয়ে যায় ওই দুই নাবালিকাকে। সেখানেই ওই দুই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি।
এই ঘটনার কথা ওই নাবালিকা নিজের পরিবারকে জানায়। পরিবারের তরফ থেকে কৃষ্ণগঞ্জ থানা অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে কান্ত হালদার নামে অভিযুক্ত বিজেপির বুথ সভাপতির ভাইকে গ্রেফতার করেছে পুলিস। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিস।
আরও পড়ুন- Kalyani: হিন্দিতে কথা বলা নিয়ে বচসার জেরে ধুন্ধুমার কল্যাণী জে এন এম হাসপাতালে