বসিরহাট: বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার বসিরহাটে। কচ্ছপ পাচারের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম হাফিজুল মিদ্দে। পুলিশ জানিয়েছেন, কচ্ছপগুলি বস্তাবন্দি করে গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল সে। বৃহস্পতিবার হাফিজুলের বাড়ি থেকে প্রায় তিন বস্তাবন্দি ৭৫ পিস কচ্ছপ উদ্ধার করে পুলিশ। যেগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বসিরহাটের বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর সেগুলি আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বনদফতর সূত্রে খবর, এই কচ্ছপগুলো সুন্দরবনের জঙ্গলে দেখা যায়। সেগুলি চোরাশিকারিদের কাছ থেকে কেনে হাফিজুল। সেগুলি কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রি করার ছক ছিল তার। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে হাফিজুলকে গ্রেফতার করে। তাকে আজ বসিরহাট আদালতে তোলা হবে। পুলিশের অনুমান, এর সঙ্গে আন্তর্জাতিক কচ্ছপ পাচার চক্রের যোগ থাকলেও থাকতে পারে। সেটা খতিয়ে দেখা হবে।