আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অগ্রনী ভূমিকা নিয়েছে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আলিপুরদুয়ার জেলায় ৯৯ টি স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা পাচ্ছেন রোগীরা। পুরো বিষয়টি দেখাশোনা করছেন কমিউনিটি হেলথ অফিসার। এমনকি পোর্টালের মাধ্যমে ডাক্তারদের সঙ্গে রোগীরাও কথা বলতে পারবেন। তাঁদের কী সমস্যা তা তাঁরা এই পোর্টালের মাধ্যমে জানাচ্ছেন চিকিৎসকদের। যার ফলে দূর দূরান্ত থেকে রোগীদের আর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আসতে হচ্ছে না।
আরও পড়ুন : এ বার ডুয়ার্সেও ভিস্তা ডোম কোচ, কাচে মোড়া ট্রেনে এনজেপি টু আলিপুরদুয়ার
এই অভিনব চিকিৎসা ব্যাবস্থায় রোগীরাও খুশি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডাঃ চিন্ময় বর্মন জানান, এটা একটা সরকারী প্রজেক্ট।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ অগস্ট এই স্বাস্থ্য পোর্টালের উদ্বোধন করেছেন। এটা একটি টেলি মেডিসিন পরিষেবা। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে এই পোর্টাল চালু করা হয়েছে। সেখানে রয়েছেন প্রশিক্ষনপ্রাপ্ত নার্সিং স্টাফ। একজন নার্সিং স্টাফ জানান, ”আমরা রোগীর সঙ্গে কথা বলতে পাচ্ছি। তাঁদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।” এই পরিষেবার সঙ্গে যুক্ত আছেন ২০ জন ডাক্তার। এটা কলিং সিষ্টেম। ফলে সব সময়ই কোনও না কোনও ডাক্তারকে পাওয়া যাবে। রোগীরা এই পরিষেবা পেয়ে খুশি। কমিউনিটি হেলথ অফিসার রুমা ভৌমিক বলেন, ”প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী আসছেন। আমরা এখানে ডাক্তার বাবুকে কল করে প্রেসক্রিপশন পাচ্ছি। এটা অনেক সুবিধে। বড় কোনও সমস্যা হলে আমরা সেই রোগীকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ দেওয়া হচ্ছে।” তাই জেলা হাসপাতালে না গিয়ে ডাক্তারদের পরামর্শে এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকেই চিকিৎসা পাচ্ছেন সাধারণ মানুষ।