skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরকাস্তের দাম চাইতে গেলে যুবকের চোখ খুবলে নিল প্রতিবেশী

কাস্তের দাম চাইতে গেলে যুবকের চোখ খুবলে নিল প্রতিবেশী

Follow Us :

জলপাইগুড়ি : একই মাঠেই কাজ করে বিষ্ণু ও মাধব। ধান কাটার জন্য কয়েক দিন আগে বিষ্ণুর কাছ থেকে একটি কাস্তে ধার চেয়েছিল মাধব। সেই কাস্তের দাম চাইতে গিয়ে চোখ খোয়ালেন বিষ্ণু। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাঙ্গা প্লেনঘাটি এলাকায়।

বিষ্ণু দাস আর মাধব বৈদ্য একে অপরের প্রতিবেশী। বিষ্ণু মাধবের কাছে কাস্তে ধার দিয়ে তা ফেরৎ না পেয়ে তার দাম বাবদ ৬০ টাকা চাইতে গেলেই হয় বিপত্তি। বিষ্ণুর এক চোখ খুবলে নেয় মাধব বলে অভিযোগ উঠেছে। বিষ্ণুর অভিযোগ, মাধবের সঙ্গে কয়েকজন মিলে তাঁরা  ধান কাটছিল। সেই সময় তাঁর কাছ থেকে কাস্তে ধার নেয় মাধব। পরে টাকা চাইতেই গেলে এই ঘটনা ঘটে। বর্তমানে বিষ্ণুর এক চোখ নেই, অন্যটির অবস্থাও ভালো নয়। মাধব তাঁকে মারধোর করেছিল বলেও জানিয়েছেন বিষ্ণু। এই ঘটনার পর থেকেই মাধব পলাতক। চোখের চিকিৎসার জন্য বিষ্ণুকে কলকাতা নিয়ে আসা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular