খড়্গপুর: কলকাতা থেকে ফেরার পথে জাতীয় সড়কে লরির পিছনে ধাক্কা গাড়ির। মৃত্যু একই পরিবারের তিনজনের। পরিবারের অপর সদস্যের অবস্থাও আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে এক দম্পতি এবং তাদের বড় মেয়ের। ছোট মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে খড়গপুরের হরিনা এলাকায়।
পুলিস জানায়, শনিবার সকালে একটি বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার শমিত সামন্ত নিজের গাড়িতে কলকাতা থেকে মেদিনীপুরের অরবিন্দনগরে নিজের বাড়িতে ফিরছিলেন। খড়্গপুর লোকাল থানার হরিনার কাছে তাঁদের গাড়িটি একটি ট্রাকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। শমিত নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শমিত ও তাঁর স্ত্রী বর্ণালী সামন্তের। ১১ বছর বয়সি বড় মেয়ে শিঞ্জিনীর মৃত্যু হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। শমিতদের ছোট মেয়ে বছর পাঁচেকের শাম্ভীকে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: উপনির্বাচনে তৃণমূলের জয়ে মমতার অভিনন্দন
পুলিস ও দমকল আসার আগে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। উদ্ধারকারীরা জানান, গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। কোনওরকমে গাড়ির দরজা কেটে সকলকে বার করা হয়। উদ্ধার করার সময়ই প্রাণ ছিল না শমিত ও তাঁর স্ত্রীর। দুই মেয়েরও কোনও জ্ঞান ছিল না। পুলিস এসে পরে সকলকে হাসপাতালে নিয়ে যায়। পুলিসের প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় শমিত ঘুমিয়ে পড়াতেই এই বিপত্তি।