skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরBankura TMC: বাঁকুড়ার রবীন্দ্র ভবনে তৃণমূলের কর্মশালা

Bankura TMC: বাঁকুড়ার রবীন্দ্র ভবনে তৃণমূলের কর্মশালা

Follow Us :

বাঁকুড়া: পুরসভা নির্বাচন নিয়ে অতি সক্রিয় তৃণমূল (Municipal elections)। সাংগঠনিক কর্মশালায় দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন দলের নেতা ও বিধায়করা। বাঁকুড়া (Bankura TMC) পুরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মী ও ওয়ার্ডের তৃণমূল সভানেত্রীদের নিয়ে কর্মশালা হয়ে গেল বাঁকুড়ার রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে (Arup Chakraborty TMC)। ওয়ার্ডে মহিলা নেতৃত্বের কোথায় কোথায় কী সমস্যা ও সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করেন তাঁরা।

কর্মশালায় দলীয় কর্মীদের উদ্দেশে তালডাংরা বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কড়া ভাষায় হুঁশিয়ারি দেন৷ তিনি বলেন, ভালো কাজ করলে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে, এলাকায় জনপ্রিয়তা থাকলে এবং সব শেষে এলাকায় মানুষ চাইলে তবেই দলের টিকিট পাবেন। কাজ না করে থাকলে টিকিট মিলবে না। তিনি আরও বলেন, শুধু ভোটের সময় মানুষের দরজায় যাবেন, আর বাকি সময় যাবেন না, তা করা যাবে না।

আরও পড়ুনঃ সময়ে গাড়ি ডেলিভারি না পাওয়ায় অপহরণ, উদ্ধার

২০২১ বিধানসভা নির্বাচনের নিরিখে বাঁকুড়া পুরসভায় ব্যাপক পিছিয়ে রয়েছে তৃণমূলের ভোট৷ পুরসভা এলাকায় ২৪ টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। ৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। এই অঙ্ককে কাজে লাগিয়ে নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি নেতৃত্ব। তাই হারানো ভোট ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা তৃণমূল নেতৃত্বের।

RELATED ARTICLES

Most Popular