Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMamata Banerjee Live: ঝাড়গ্রামের জনসভা থেকে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Live: ঝাড়গ্রামের জনসভা থেকে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আজ তিনি আদিবাসী সম্প্রদায়ের নেতা বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনে বেলপাহাড়ির সাহারিতে থাকবেন। সেখানেই তিনি বীরসা মুন্ডার পাঁচটি মূর্তির উদ্বোধন করবেন। জঙ্গলমহলের চারটি জায়গা এবং উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারের মাদারিহাটে মূর্তিগুলি স্থাপনের বন্দোবস্ত করা হয়েছে। দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। মাওবাদীদের আঁতুড় ঘর বেলপাহাড়ির এই জায়গায় পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের।

  • ১৮ লক্ষ জাতি শংসাপত্র পেয়েছেন। আগে শংসাপত্র পেত না।
  • ৩ লক্ষ আদিবাসীকে জয় জোহার
  • ৩২ কোটি ৫৩লক্ষ টাকার প্রকল্পের শিলন্যাস
  • ৫০ হাজার আদিবাসীকে পাট্টা দেওয়া হয়েছে
  • মা-মাটি-মানুষের সরকার সবসময় আপনাদের পাশে থাকবে
  • সাঁওতাল ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে
  • বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার দুই মিলবে
  • কেন্দ্র ১০০ দিনের টাকা দিচ্ছে না
  • রাজ্য থেকে টাকা তুলছে, কিন্তু রাজ্যকে দিচ্ছে না
  • ১০০ দিনের কাজে সমস্যা হচ্ছে
  • এই টাকা কারও দয়ার টাকা নয়, এটা রাজ্যের প্রাপ্য
  • কেন্দ্র রাজ্যের নামে জিএসটির টাকা তুলে নিয়ে যায়
  • প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে
  • প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। এবার কি পায়ে ধরতে হবে
  • আমাদের অধিকার কেড়ে নিতে দেব না
  • আদিবাসীর জমি কেউ কেড়ে নিতে পারবে না। আদিবাসীর জমি আদিবাসীর হাতেই থাকবে
  • কিছু বিরোধী দল, যারা বাংলার উন্নয়ন চায় না
  • দিল্লিকে লিখে বলে বাংলাকে টাকা না দিতে
  • মানুষকে প্রতারিত করছে, লাঞ্ছনা করছে
  • আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হবে না
RELATED ARTICLES

Most Popular