Thursday, July 17, 2025
HomeScrollজলের জন্য কাঁদছে পাকিস্তান, ভারতকে চারবার চিঠি, কী সিদ্ধান্ত দিল্লির?
Indus Water Treaty

জলের জন্য কাঁদছে পাকিস্তান, ভারতকে চারবার চিঠি, কী সিদ্ধান্ত দিল্লির?

পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত

Follow Us :

ওয়েব ডেস্ক: পহেলগামে জঙ্গি হামলায় (2025 Pahalgam Attack) ২৬ নিরিহ ভারতীয়র রক্তে ভিজেছিল ভূস্বর্গ। এই হামলায় দায় শিকার করেছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) সম্প্রতি কাশ্মীরে গিয়ে বলেছেন, পহেলগামেয়ে হামলার নেপথ্যে পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল দেশে দাঙ্গা বাঁধানো।তার প্রতিশোধ নিতে ভারত একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়ে। তার মধ্যেই অন্যতম সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Water Treaty) স্থগিত করা। জঙ্গি হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এদিকে, সিন্ধুর জল বন্ধ হতেই শুকিয়ে যাচ্ছে পাকিস্তান (Pakistan 4 Letter India)। তাই জল পেতে ভারতকে চিঠি (Pakistan 4 Letter India Indus Water Treaty) পড়শি দেশের। তাও আবার একটা নয়, পরপর চারটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান, এমনটাই সূত্রের খবর।

পাকিস্তান যে সন্ত্রাসের মদতদাতা তার প্রমাণ গোটা বিশ্বের সামনে ভারত তুলে ধরেছে। অপারেশন সিঁদুরে পর জঙ্গিদের শেষকৃত্যে হাজির ছিলেন পাকিস্তানের সেনা অফিসার ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। জঙ্গিদের কফিনে জড়ানো ছিল পাকিস্তানের পতাকা। এমন কী পাকিস্তানে এক অনুষ্ঠানে পহেলগাম হামলায় জড়িত লস্কর তহিবার সদস্যের মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের দুই মন্ত্রীকেও। পহেলগামে হামলার বদলা নিতে ভারতের ২২ মিনিটের অপারেশন সিঁদুর (Operation Sindoor), গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক পাক জঙ্গি ঘাঁটি। মোদি হুঙ্কার দিয়ে পাকিস্তানকে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত চুপ করে বসে থাকবে না। পাল্টা প্রত্যাঘাত করবে ভারত। পাকিস্তান গুলি মারলে ভারত গোলা মারবে। জঙ্গি হামলার প্রতিশোধ নিতেই সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) স্থগিত করেছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া ইস্তক ভারতকে হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। ইসলামাবাদের সে সব ফাঁকা আওয়াজকে বুড়ো আঙুল দেখিয়ে এ বার পাল্টা পদক্ষেপ করল কেন্দ্রের মোদF সরকার। সিন্ধু অববাহিকার নদীগুলির সংযোগকারী সম্ভাব্য খাল প্রকল্পের সমীক্ষায় কোমর বেঁধে নেমেছে নয়াদিল্লি। ফলে পাকিস্তানে আরও তীব্র হল জলের সঙ্কটের আশঙ্কা। এতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) সরকার এবং রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের রক্তচাপ যে বাড়বে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: প্রতিবাদ, সংঘর্ষ, টিয়ার গ্যাস! কেন অশান্ত লস অ্যাঞ্জেলস?

ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে এখন বিপাকে পাকিস্তান। সংকটে মিুখে পড়ে ভারতের পা-ই ধরতে হচ্ছে শাহবাজ শরিফকে (Shehbaz Sharif) । পহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এদিকে, সিন্ধুর জল বন্ধ হতেই শুকিয়ে যাচ্ছে পাকিস্তান। তাই জল পেতে ভারতকে চিঠি পরপর চারটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান, এমনটাই সূত্রের খবর। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার কিছুদিন পর থেকেই পাকিস্তানে জলসঙ্কট দেখা দিচ্ছিল। মাঝে আবার চন্দ্রভাগা বাঁধ থেকে জল ছাড়া হয়েছিল। তবে তাতে পাকিস্তানের সঙ্কট মেটেনি। বরং পাকিস্তানে ক্রমে জল সঙ্কট ভয়ঙ্কর হতে চলেছে। জানা গিয়েছে, পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সেক্রেটারি সইদ আলি মুর্তাজা ভারতের জলশক্তি মন্ত্রকে চারটি চিঠি পাঠিয়েছেন। তা বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে।

এদিকে, ভারত তার অবস্থানে স্থির। নয়াদিল্লিসাফ জানিয়েছে, সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে হতে পারে না। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান যতদিন সন্ত্রাসবাদ ও তাতে উসকানি বন্ধ করছে না, ততদিন সিন্ধু জলচুক্তিও স্থগিত থাকবে। অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল। জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাব সীমান্ত দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান, প্রতিটি হামলাই প্রতিহত করেছে ভারত। পরে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও, সিন্ধু জলচুক্তি স্থগিতই রয়েছে। পাকিস্তানের অন্দরেও শেহবাজ শরিফের উপরে বাড়ছে চাপ। গত মাসেই পাক সাংসদ সইদ আলি জাফর বলেছিলেন, “যদি এখনই জলসঙ্কট না মেটে, তাহলে আমরা না খেয়ে মরে যাব। শেহবাজ শরিফ একাধিকবার ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন। বিশ্বমঞ্চে বারবার তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সংঘাত মেটাতে আলোচনা করতে চান তারা।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Russia-Ukraine | রাশিয়াকে ঠেকাতে ট্রাম্পের নয়া অ/স্ত্র, ইউক্রেনকে কী দিল আমেরিকা?দেখুন বিরাট আপডেট
00:00
Video thumbnail
High Court | বিগ ব্রেকিং, পরিযায়ী শ্রমিকরা কেন ফিরে এল? কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের
00:00
Video thumbnail
Rahul Gandhi | আসামে কংগ্রেসের মিটিংয়ে বিজেপিকে তীব্র আক্র/মণ রাহুলের
00:00
Video thumbnail
Trump-Zelenskyy | হঠাৎ ভাইরাল ট্রাম্প-জেলনস্কির কথোপকথন, ট্রাম্পের শান্তির নোবেলে জল?
00:00
Video thumbnail
SSC Update | SSC-মামলায় হাইকোর্টে বিরাট জয় রাজ্য়ের
00:00
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | সামান্য বৃষ্টিতেই বেহাল দশা শ্যামনগরের রাস্তার, সংস্কার কবে?
02:15
Video thumbnail
SSC Update | SSC-মামলায় হাইকোর্টে বিরাট জয় রাজ্য়ের
03:12:45
Video thumbnail
Rahul Gandhi | আসামে কংগ্রেসের মিটিংয়ে বিজেপিকে তীব্র আক্র/মণ রাহুলের
11:20:40
Video thumbnail
Trump-Zelenskyy | হঠাৎ ভাইরাল ট্রাম্প-জেলনস্কির কথোপকথন, ট্রাম্পের শান্তির নোবেলে জল?
10:45:10

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39