বোলপুর : বসন্ত উৎসবে (Basanta Utsav 2023) মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই। মঙ্গলবার দোল পূর্ণিমার দিন সাদা পাঞ্জাবি গায়ে চড়িয়ে শান্তিনিকেতনে (Shantiniketan) নিজের মতো করে আনন্দ উপভোগ করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly)।
এদিন কাচের গ্লাসে চিনি ছাড়া সকালের চা খান স্থানীয় চায়ের দোকানে। এরপরই তিনি দোলের উৎসব পালন করতে সোনাঝুরির উদ্দেশে যান। সেখানে উপস্থিত জনতা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দিশা দেখানো বিচারপতিকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়েই বহু মানুষ পা ছুঁয়েও প্রণাম করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি কোনও বড় কিছু নই ৷ এজলাসে সব বিচারপতি নিজের কাজটাই করেন ৷ আমিও তাই করি।
আরও পড়ুন : Visva-Bharati University : দোলে শান্তিনিকেতন বর্ণহীন
জানা গিয়েছে, সোমবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে কখনও শান্তিনিকেতনের সুবর্ণরেখার বইয়ের দোকানে বইয়ের পাতায় চোখ বোলাতে দেখা গেল তাঁকে। আবার কখনও শান্তিনিকেতনের রতন পল্লিতে চায়ের দোকানে বসে আড্ডা মারতে দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।
রবি ঠাকুর, শান্তিনিকেতন বাঙালির আবেগ। বাঙালি হিসেবে বিশেষ করে দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে আর পাঁচটি জায়গার চেয়ে আলাদা ছবি থাকে। বিভিন্ন রঙের আবিরে দূর দূরান্ত থেকে আসা মানুষরা একে অপরকে রাঙিয়ে দেয়। সেই উৎসবে এবার শামিল হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, ঋতুরাজ বসন্ত (Spring) যখন তার ডালি সাজিয়েছে, ঠিক সেই সময় রবি ঠাকুরের শান্তিনিকেতনে (Shantiniketan) আবিরের রং ফিকে। মঙ্গলবার দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসব (Basanta Utsav 2023) পালন করল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) কর্তৃপক্ষ।
প্রতিবছর শান্তিনিকেতনে দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব পালন করে বিশ্বভারতী। কিন্তু এবছর ব্যতিক্রম। দোলের চার দিন আগে, অর্থাৎ ৩ মার্চ অকাল বসন্ত বন্দনা উৎসব করেছে বিশ্বভারতী। কিন্তু দোলের দিন কার্যত ফাঁকা রবি ঠাকুরের শান্তিনিকেতন। সাধারণ মানুষের প্রবেশেও জারি করা হয় নিষেধাজ্ঞা।