বাঁকুড়া: সকালে টিএমসি খেদাও অভিযানের (TMC Khedao Aviyan) ডাক দিলেন তিনি । বিকেলে ভোট লুঠ করতে এলে বাঁশ দিয়ে ট্রিটমেন্টের দাওয়াই দিলেন। এভাবেই দিনভর আলোচনায় থাকলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সকালে বাঁকুড়ার মাচানতলায় চায়ে পে চর্চায় (Chai Pe Charcha) যোগ দেন তিনি। সেখানে প্রকাশ্যে মাইক্রোফোন হাতে টিএমসি খেদাও অভিযানের ডাক দিলেন এই বিজেপি নেতা। বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, টিএমসি খেদাও অভিযান শুরু করতে হবে। আমরা জানি ওর ওষুধ কী। আমরা হচ্ছি টিএমসি খেদাও পার্টি।
বিকেলে বাঁকুড়ার (Bankura) ওন্দায় নিকুঞ্জপুর হাটতলা সভায় বিতর্কিত মন্তব্য করেন এই খড়্গপুরের সাংসদ। এদিন তিনি প্রকাশ্য সভায় দলের কর্মীদের বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করতে এলে ভালো করে আগে আপনারা ট্রিটমেন্ট করবেন। তারপরে হাসপাতালে (Hospital) পাঠাবেন। গাঁট যুক্ত বাঁশ দিয়ে ট্রিটমেণ্ট করবেন। এমনি উস্কানি মূলক দাওয়ায় দিলেন দিলীপ ঘোষ। এদিন তিনি আরও বলেন, যারা সমাজের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে আজ হোক, কাল হোক ভগবান নিয়ে যাবে না হলে সিবিআই নিয়ে যাবে। বাঁচার কোনও রাস্তা নেই।
আরও পড়ুন: Ujwal Biswas | মমতার বিরুদ্ধে কথা বললে জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি মন্ত্রী উজ্জ্বলের
এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য করে চর্চায় এসেছেন দিলীপ ঘোষ। এদিনই ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। অমর্ত্য সেন (Amartya Sen) ও বিশ্বভারতীর (Visva Bharati University) জমি বিবাদে তৃণমূলের (TMC) ধরনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য দিলীপের। তিনি বলেন, তৃণুমূল যত দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকে। কোনও ভদ্র-সভ্য লোকের সঙ্গে থাকে না। অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন এটা রেকর্ড বলছে। জমিটা ছেড়ে দিলেই মিটে যায়। যারা সরকারি জমি লুঠ করছে, তারা তো সেই সব লোকের সঙ্গেই থাকবেন। অমর্ত্য সেন বাংলার গৌরব হতে পারে কিন্তু বাংলার কিছু লুঠ করার অধিকার নেই। গৌরবকে নষ্ট করেছেন ওঁনারাই। একজন নোবেল প্রাপ্ত ব্যাক্তি যদি জমি নেই তাঁর সম্পর্কে যদি বিতর্ক হয়, তা মোটেই গৌরবের নয়। শনিবার বাঁকুড়ার মাচানতলায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমনই বলেন দিলীপ ঘোষ। ইতিমধ্যে তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।