ওয়েব ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর আবারও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার(Akshy Kumar) এবং সইফ আলি খান(Saif Ali Khan)। প্রবীণ পরিচালক প্রিয়দর্শন(Priyadarshan) পরিচালিত একটি হাই-ভোল্টেজ থ্রিলার ছবিতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। প্রিয়দর্শনের থ্রিলারের নাম ‘হাইওয়ান’(Hiwan) । প্রিয়দর্শনের থ্রিলারের নাম ‘হাইওয়ান’ এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় ছবিটি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও শুটিং এখনও শুরু হয়নি, তবে ছবির নাম ঘোষণার পর থেকেই উন্মাদনা তুঙ্গে। ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন অক্ষয়-সইফ । তাঁদের জুটি মানেই হিট!
ছবিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি সূত্রের খবর, ইতিমধ্যেই ছবিটির আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে ‘হাইওয়ান’ (Hiwan), যার অর্থ ‘বিস্ট’ বা ‘পশু’। সূত্রটি এইচটি সিটিকে জানিয়েছে, “পুরো ইউনিট মনে করেছে যে, এই নামটিই তাদের ছবির বিষয়বস্তুকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করছে এবং প্রিয়দর্শন এই গল্পটি যেভাবে দেখাতে চাইছেন, সেটার সঙ্গে এই শিরোনাম একেবারে মানানসই। এটি সম্পূর্ণ একটি থ্রিলার। যদিও অন্যান্য শিরোনাম নিয়েও আলোচনা হয়েছিল, তবে প্রধান অভিনেতারা যে চরিত্রগুলিতে অভিনয় করছেন, তা বিবেচনা করে এই নামটি সর্বসম্মতভাবে ঠিক করা হয়েছে।” শিরোনামটি একটি অন্ধকার এবং আকর্ষণীয় আখ্যানের ইঙ্গিত দেয়, যা অক্ষয় এবং সইফ – উভয়ের চরিত্রের সঙ্গেই মানানসই বলে দাবি করেছে সূত্রটি।
বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ২০১৬ সালের মালয়ালম ছবি ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেকের জন্য জুটি বাঁধছেন অক্ষয় কুমার এবং সইফ আলি খান। মোহনলাল অভিনীত ছবিটি সেসময় বেশ প্রশংসিত হয়েছিল। বলিউড হাঙ্গামার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, অক্ষয় কুমার এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন।
২০০৮ সালের ছবি ‘তাশান’-এর পর এই প্রথমবার অক্ষয় কুমার এবং সইফ আলি খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। তার আগেও তাঁরা একসঙ্গে বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। যেমন— ‘ম্যাঁ খিলাড়ি তু অনাড়ি’ (১৯৯৪), ‘ইয়ে দিল্লাগি’ (১৯৯৪), ‘তু চোর ম্যাঁ সিপাহী'(১৯৯৬), ‘কীমত’ (১৯৯৮)। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষিত এই পুনর্মিলন তাঁদের অতীতের অন-স্ক্রিন রসায়নের স্মৃতি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে, যা অ্যাকশন, রোমাঞ্চ এবং নাটকীয়তায় ভরপুর থাকবে। জানা গিয়েছে, আগামী অগাস্ট মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং সম্ভবত ২০২৬ সালে এটি মুক্তি পেতে পারে।
দুই প্রধান অভিনেতাই তাঁদের ব্যস্ত সময়সূচির মধ্যেও এই থ্রিলার ছবিটি নিয়ে বেশ উত্তেজিত। অক্ষয় কুমার সম্প্রতি প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’-র শুটিং শেষ করেছেন। অন্যদিকে, সইফ আলি খানকে শেষবার ‘জুয়েল থিফ’-এ দেখা গিয়েছিল, যেখানে চরিত্র-কেন্দ্রিক ভূমিকায় তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল। এবার প্রিয়দর্শনের পরিচালনায় ‘হাইওয়ান’-এর মাধ্যমে, কুমার এবং খান জুটি আরও একবার ভক্তদের মন ছুঁয়ে যেতে প্রস্তুত।