Friday, July 4, 2025
HomeবিনোদনAkshay Kumar-Dinesh Vijan : অক্ষয় এবার এয়ার ফোর্স অফিসার

Akshay Kumar-Dinesh Vijan : অক্ষয় এবার এয়ার ফোর্স অফিসার

Follow Us :

মুম্বই : দীর্ঘ কেরিয়ারে বহুবার পুলিশ অফিসারের(Police Officer) চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার(Akshay Kumar)। আক্কিকে আর্মি অফিসারের(Army Officer) চরিত্রে দেখা গিয়েছে,এমন ছবির সংখ্যাটাও কিন্তু মোটে হাতে গোনা নয়।একাধিক ছবিতে ভারতীয় গুপ্তচর(Indian Spy) বা স্পাইয়ের চরিত্রেও অভিনয় করেছেন।তবে কোনও ছবিতেই এয়ারফোর্স অফিসারের(Airforce Officer) চরিত্রে নজর কাড়েননি অক্ষয়।অবশেষে কিন্তু হতে চলেছে এমনটাই।শোনা যাচ্ছে,অক্ষয় কুমারকে নিয়ে একটি বিগবাজেট ফিল্মের পরিকল্পনা করছেন বলিউডের অন্যতম সফল প্রযোজক দীনেশ ভিজন।ভারতীয় বায়ু সেনার(Indian Air Force) অন্যতম বিজয়ের একটি কাহিনি নিয়ে অ্যাকশন ড্রামা(Action Drama) ফিল্মটি তৈরি হতে চলেছে। এই ছবিতেই একজন এয়ার ফোর্স অফিসারের চরিত্রে নজর কাড়বেন অক্ষয় কুমার।তবে এখনই ছবির শ্যুটিং শুরু করতে পারবেন না বলিতারকা।

বর্তমানে বড়ে মিঞা,ছোটে মিঞা ছবি-র ইন্টারন্যাশনাল শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন অক্ষয়।তাঁর সঙ্গে শ্যুটিয়ে রয়েছেন টাইগার শ্রফ,সোনাক্ষি সিনহা,মানুষী ছিল্লর,আলায়া ফার্নিচারওয়ালা, পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকারা।ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।গোটা ইউরোপের নানা দেশ জুড়ে চলবে বড়ে মিঞা ছোটে মিঞা-র শ্যুটিং সিডিউল।এপ্রিলের শেষ সপ্তাহে মিটবে আক্কির শ্যুটিং পর্ব।শোনা যাচ্ছে দেশে ফেরার পরই দীনেশ ভিজনের সঙ্গে সাক্ষাত সেরে শ্যুটিং সংক্রান্ত সবকিছু পাকা করে ফেলবেন বলিউডের খিলাড়ি।সবকিছু ঠিকঠাক চললে মে মাসেই এয়ার ফোর্স অফিসারের চরিত্রে ক্যামেরার সামনে ধরা দেবেন অক্ষয়।বর্তমানে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।তবে ছবিটি পরিচালনার দায়িত্ব দীনেশ ভিজন কাকে দেবেন,তা এখনও জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39