ভক্তদের দারুণ খবর দিলেন অক্ষয় কুমার।অবশেষে শেষ হয়েছে ‘রাম সেতু’ ছবির শ্যুটিং। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা।আক্কির ‘রাম সেতু’ লুক ইতিমধ্যেই পছন্দ করেছেন ভক্তরা।গত বছর শুরু হয়েছিল খিলাড়ি কুমারের এই বহু প্রতীক্ষিত ছবির শ্যুটিং।তবে করোনা সংক্রমণের কারণে বারবার ব্যাঘাত ঘটেছে শ্যুটিংয়ে।পাশাপাশি, অন্য ছবির জন্য ডেট দেওয়া ছিল, তাই ‘রাম সেতু’-র শ্যুটিং বন্ধ রেথে অন্য ছবির শ্যুটিং সেরেছেন অক্ষয়,নুসরত, জ্যাকলিনরা। তবে চলতি বছরের অক্টোবরে ‘রাম সেতু’ মুক্তি পাওয়ার কথা।তাই খবর মিলেছিল, জানুয়ারিতেই ছবির শ্যুটিং শেষ করতে চান পরিচালক অভিষেক শর্মা।প্রত্যাশা মতো মাসের শেষ দিনেই ‘রাম সেতু’-র র্যাপ আপ হয়েছে। র্যাপ আপের খবর নিজের সোশ্যাল সাইটে জানালেন অক্ষয় কুমার।এদিন অক্ষয়ের সঙ্গে শ্যুটিংয়ে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।শ্যুটিং শেষে চলে সেলিব্রেশন পর্ব।অবশেষে শেষ হয়েছে ‘রাম সেতু’-র শ্যুটিং এতেই খুশি তারকা থেকে কলাকুশলী সকলেই।
View this post on Instagram