বলিউড সুপারস্টার আমির খান ও তার স্ত্রী কিরণ রাও যৌথ বিবৃতি দিয়ে নিজেদের বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত জনসমক্ষে জানিয়েছিলেন। ১৫ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও তখনই তারা জানিয়েছিলেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে যাবে। সাম্প্রতিক কফি উইথ কারেন্ট টকশোতে হাজির হয়েছিলেন অভিনেতা আমির খান। এই অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক কেমন তা নিয়ে জানিয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। প্রসঙ্গত, কিরণ রাও এর আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতে ছিলেন আমির খান। তাদের দুই সন্তান ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির- কিরনের একমাত্র ছেলে আজাদ। কিরনের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে আমির খান নতুন করে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, সেই সম্পর্ক নাকি বৈবাহিক সম্পর্কে পরিণত হতে চলেছে। করন জোহরের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনে আমির জানিয়েছিলেন,’আমার মনে দুই প্রাক্তন স্ত্রীর জন্য যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রয়েছে।’ প্রাক্তন স্ত্রীদের সঙ্গে যে তাঁর সম্পর্ক মোটেই তিক্ত নয়,যেমনটা অনেক ভাবেন, অভিনেতা তা বোঝানোর চেষ্টা করেন। ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা একসঙ্গে সময় কাটান। নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নেন। এমনটাই দাবি অভিনেতার। প্রসঙ্গত, ‘লগন’ ছবির সেটে আমির কিরণের পরিচয় হয়েছিল। এরপর বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তীকালে ২০০৫ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর দীর্ঘ ১৫ বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর গত বছর জুলাইয়ে তারা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। তার আগে ১৯৮৬ সালে রিনা দত্তর সঙ্গে আমিরের বিয়ে হয়েছিল।
Html code here! Replace this with any non empty text and that's it.