কলকাতা: ২৪-এর পুজোতে বড় চমক দিতে চলেছেন পরিচালক জুটি নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। নতুন থ্রিলার ছবি নিয়ে আসছেন তাঁরা। গত বছর ‘রক্তবীজ’, আর এবার পুজোয় ‘বহুরূপী’(Bahurupi)। নন্দিতা-শিবপ্রসাদের এই ছবিতে আবারও পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে।
সম্প্রতি মুক্তি পেল ‘বহুরূপী’-র টিজার। সেখানেই টানটান থ্রিলার, দুরন্ত অ্যাকশনের সঙ্গে বড় চমক দিল টিম ‘বহুরূপী’। পুলিশ অফিসারের ভূমিকায় রাউডি মেজাজে নজর কাড়লেন আবির চট্টোপাধ্যায়। এক্কেবারে অন্য় মোড়কে ধরা দিলেন কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
উল্লেখ্য, ‘বহুরূপী’ ছবির কাহিনি তৈরি করেছেন সত্যঘটনা অবলম্বনেই। ‘উইন্ডোজ’ সূত্রে খবর, এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তৎকালীন সামাজিক বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। এই ছবির কাহিনি সম্পর্কে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘বহুরূপী’ শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা তথ্যচিত্রও। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জবানবন্দী নিয়ে তারপর ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। পরিচালনার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকেও। চলতি বছরের পুজোয় প্রেক্ষাগৃহে আসছে ‘বহুরূপী’।
দেখুন বিনোদনের আরও খবর