একটি ছবির শুটিং শেষ করে কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলিউডের এই তরুণ হিরো। কয়েকদিন আগেই জানা গিয়েছে ভেস্টিবুলার
হাইপোফাংশন নামে একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন ‘ভেড়িয়া’ হিরো। কয়েকদিন আগে এই বিরল রোগের কথা বলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে টুইট করেছিলেন বলিউডের এই অভিনেতা। সকলের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে ‘ভেড়িয়া’ হিরো বরুণ ধাওয়ান আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
এর মধ্যেই জানা গেছে বরুণ সুখবর দিতে চলেছেন। একের পর এক নতুন ছবি করতে চলেছেন বলিউডের হিরো। রণবির-আলিয়া থেকে শুরু করে বিপাশা-করণ ইতিমধ্যেই বলিউডের এই যুগল সন্তানের মুখ দেখেছেন। কাজেই বলিউডে এখন সুখবর এর ছড়াছড়ি।
আরো পড়ুন: Amar Kaushik-Stree Sequel : আসছে ‘স্ত্রী’-র সিক্যুয়েল
বহু বছর প্রেমের সম্পর্কে থাকার পর বরুণ- নাতাশা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্প্রতি ‘ভেড়িয়া’ ছবির প্রমোশনে আসতেই সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন সলমন। দুজনের সম্পর্ক যথেষ্ট মধুর। তাই ছোট ভাই বরুনকে সামনে দেখতে পেয়েই ভাইজান গোপন কথা ফাঁস করে দিলেন। সলমনের হাতের একটি পুতুল মজা করে বরুণের দিকে এগিয়ে দিয়েছিলেন। বললেন ‘এটা তোমার সন্তানের জন্য’। একটা প্রস্তুত হয়ে পড়েছিলেন বলিউডের তরুণ নায়ক। মুখ দিয়ে বেরিয়ে গেল ‘বাচ্চা তো এখনো হয়নি’। জবাবে ভাইজান বললেন, ‘বাচ্চা চলে আসবে খুব তাড়াতাড়ি’। কিছুটা লজ্জায় লাল হয়ে গেলেন বরুণ।
বলিউডে শুরু হয়েছে অন্যা মরশুম। শোনা যাচ্ছে রাজকুমার- পত্রলেখাও নাকি খুব তাড়াতাড়ি সুখবর দিতে পারে। রনবির- আলিয়া এবং করণ-বিপাশার পর কি আবার কন্যা সন্তান আসবে বলিউড যুগলদের কাছে!