মুম্বই: সারা বিশ্বের সিনে দুনিয়ায় জনপ্রিয় নাম সত্যজিৎ রায় (Satyajit Ray)। এখনও তাঁর তৈরি সিনেমা মানেই একরাশ নস্টালজিয়া। তাঁর তৈরি ‘পথের পাঁচালী’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ থেকে শুরু করে ‘ফেলুদা’-কে নিয়ে তৈরি ছবিগুলো আজও দর্শককে মুগ্ধ করে। চলচ্চিত্র নির্মাতা ছাড়াও, সত্যজিৎ রায় একজন লেখক, চিত্রকর এবং সুরকারও ছিলেন। পেয়েছিলেন সিনে দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার ‘অস্কার’। জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতার তৈরি সিনেমা এখনও বিশ্বের সেরা ছবির তালিকায় জায়গা করে নেয়। সত্যজিতের সিনে ম্যাজিকে মুগ্ধ বি-টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। ‘মাস্টার স্টোরিটেলার’ বলে সত্যজিৎ রায়কে কুর্নিশ জানালেন অভিনেতা।
আরও পড়ুন: ‘গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক’, ‘অতিউত্তম’ দেখে ক্ষুব্ধ ভাস্কর!
সম্প্রতি জনপ্রিয় এক জাতীয় সংবাদ মাধ্যমে, ১০০ বছরের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। তাতেই জায়গা করে নেয় সত্যজিৎ রায়ের অনন্য সৃষ্টি ‘পথের পাঁচালী’ (Pather Panchali)। সেই খবরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আয়ুষ্মান লেখেন, সত্যজিৎ রায় আমাদের সবাইকে অনুপ্রেরণা দেন। প্রতিবার তাঁর সিনেমাতে কিছু না কিছু নতুন খুঁজে পাওয়া যায়। সত্যজিৎ রায়ের সিনেমা থেকে প্রতি মুহূর্তে কিছু না কিছু শেখার সুবর্ণ সুযোগ থাকে। তাঁর ছবি সামাজিক বার্তা বহন করে। ভারত সহ পুরো বিশ্বের দরবারে সত্যজিৎ রায় একজন ‘মাস্টার স্টোরিটেলার’।

আরও খবর দেখুন