skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeবিনোদন'গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক', 'অতিউত্তম' দেখে ক্ষুব্ধ ভাস্কর!
Bhaskar Banerjee on Oti Uttam

‘গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক’, ‘অতিউত্তম’ দেখে ক্ষুব্ধ ভাস্কর!

'অতি উত্তম' দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: গত ২২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিৎ মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ছবি ‘অতি উত্তম’ (Oti Uttam)। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, গোটা সপ্তাহেই একাধিক হল হাউজফুল গিয়েছে এই ছবির। প্রথম সপ্তাহেই বক্স অফিসেও প্রায় ২৪ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘অতি উত্তম’। মহানায়ক উত্তম কুমারের সিনেমার ফুটেজ নিয়ে নতুন একটা ছবি বানানো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটা বিষয়। সেই চ্যালেঞ্জটাই নিয়েছেন সৃজিৎ। তাঁরই উদ্যাগেই ৪২ বছর পর পর্দায় ফিরেছেন উত্তম কুমার (Uttam Kumar)।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)

‘অতি উত্তম’ ছবি নিজেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে ভাস্কর লিখেছেন, অতি উত্তম’ চলচ্চিত্র এসেছে। পরিচালক সৃজিত বাবু। সবাই উত্তম-উত্তম করছে। পরিচালক দারুণ একটা কাজ করেছেন। এতে কোনও সন্দেহ নেই। কিন্তু খুবই দুঃখের, সেই যুগ ফিরিয়ে আনতে পারবেন না। এই যুগে সেটা সম্ভবও নয়। সেই প্রযোজক, সেই সংলাপ, সেই গল্প, সেই চিত্রনাট্য, সেই গান, সেই গীতিকার, সেই সুরকার, সেই গায়ক, সেই পরিচালক, সেই সম্পাদক, সেই সব সহ-অভিনেতা, সেই দর্শক, সেই সব মানুষ যারা ক্যামেরার পেছনে কাজ করেন, আসল নায়ক, কেউই নেই। ‘অতি উত্তম’ ছবিতে উত্তম কুমার অসহায়, এমন মন্তব্য করে ভাস্কর বলেছেন, অনেক তো হল, গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক। তেমন হলে ওঁর অরিজিন্যাল ছবিগুলো সুন্দর করে, রঙিন করে, ধুমধাম করে বাণিজ্যিক হলে পুনরায় রিলিজ করা হোক। ফালতু নয়, সুন্দর ব্যবসা দেবে। আপনাদের উত্তম হোক। অভিনেতার এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে।

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সোশাল মিডিয়া পোস্ট

 

আরও পড়ুন: গরমের ছুটিতেই থ্রি মাস্কেটিয়ার্সকে নিয়ে ফিরছেন সন্দীপ রায়

গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিত পরিচালিত ‘অতি উত্তম’ ছবিটি। কিন্তু নানান কারণে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে গত সপ্তাহে মুক্তি পেল ‘অতি উত্তম’। ক্যামেলিয়া প্রোডাকশনের (Camellia Productions Pvt. Ltd) প্রযোজনায় তৈরি এই ছবিতে বিশেষ আকর্ষণ স্বয়ং মহানায়কের উপস্থিতি। গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবনী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে ছবিতে।

আরও খবর দেখুন
RELATED ARTICLES

Most Popular