Placeholder canvas

Placeholder canvas
HomeScrollউত্তরবঙ্গে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি
Weather Update

উত্তরবঙ্গে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

কলকাতার পারদ ছোঁবে ৩৮ ডিগ্রি, বেষ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা

Follow Us :

কলকাতা: রবিবারই ঘূর্ণিঝড়ে (Cyclone) লন্ডভন্ড জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। রবিবারের পর সপ্তাহের প্রথম দিন সোমবারও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস (Rain Thunderstorm Forecast)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম অনূভূত হবে। কলকাতার তাপমাত্রা (Kolkata Tempareture Increase) ছুঁতে পারে ৩৮ ডিগ্রি। পশ্চিমের জেলা গুলির পারদ উঠবে ৪২ ডিগ্রির কাছাকাছি।

মার্চের শেষেই ঘামছে কলকাতা। ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। বেশ কয়েকদিন ধরে বেলা বাড়তে না বাড়তে রোদের ছ্যাঁকায় পুড়ছে গা। আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস, সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে আগামী দু-তিনদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে। তার পর সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।

আরও পড়ুন: তৃণমূলের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ধরা পড়ল সিসিটিভিতে

ঝড়-বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকায় ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। এই সবের মধ্যেই আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া অফিস। উত্তরের ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular