skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsআবার প্রেমের গল্প। 'কিশমিশ' না কিস মিস?

আবার প্রেমের গল্প। ‘কিশমিশ’ না কিস মিস?

Follow Us :

অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন দেব-রুক্মিণী জুটি বেশ জনপ্রিয়। এই জুটিকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘কিডন্যাপ’ ছবিতে। এর পর “কিশমিশ ” ছবির ঘোষণা হলেও করোনার কারণে সব পিছিয়ে যায়। তবে করোনার দ্বিতীয় ঢেউ আশার আগে যখন লকডাউন শিথিল হয়েছিল সেই সময়ই মুক্তি পেয়েছিল রূক্মিণী ও আবির চট্টোপাধ্যায় অভিনিত ‘সুইজারল্যান্ড ‘।
এবার দর্শকদের জন্য সুখবর , শোনা যাচ্ছে দেব ভেনচার্স এর প্রযোজনায় ‘কিশমিশ ‘ ছবির শ্যুটিং শুরু হবে আগামী আগষ্ট মাসের শেষের দিকে।
জোর কদমে চলছে ছবির প্রি প্রোডাকশন। শ্যুটিংয়ের জন্য জায়গা দেখার কাজ চলছে। লকডাউন পরিস্থিতি অনেকটাই শিথিল ধীরে ধীরে শুরু হচ্ছে সব ছবির শ্যুটিং। সূত্রের খবর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ‘কিশমিশ’ এর শ্যুটিংয়ের কাজ আগামী মাস থেকেই শুর হবে। কলকাতা নাকি উত্তর বঙ্গ কোন জায়গা থেকে ছবির শ্যুটিংয় শুরু হবে সেটা এখন আলোচনার পর্যায় রয়েছে। সব ঠিকঠাক থাকলে খুব শিঘ্রই আবার পর্দায় দেব-রুক্মিণী জুটির রসায়ন দেখতে পাবে দর্শক।
প্রসঙ্গত দেব এর দুটি ছবি ‘টনিক ‘ ও ‘গোলোন্দাজ ‘ পুজোয় একই সময়ে সিনেমা হলে মুক্তি পাবে। দেব ভেঞ্চার্সের বেশ কিছু ছবি করোনার কারণেই আটকে রয়েছে। এর মধ্যে বহুচর্চিত বাংলা ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ও মুক্তি আটকে। ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই বাকি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।
তবে মার্চের শেষের দিকে ‘গোলোন্দাজ ‘ এর শ্যুটিংয়ের পর ‘কিশমিশ ‘ ছবির কাজ করবেন দেব। পরিস্থিতি সব ঠিকঠাক থাকলে আগামী আগষ্ট মাসেই এই দুই জুটি আবার একসঙ্গে শ্যুটিং ফ্লোরে ফিরবেন।

RELATED ARTICLES

Most Popular