কলকাতা: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। প্রেমিকা ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ওরফে মোহরের (Mohor) সঙ্গে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়লেন (Marriage) গায়ক। বিয়ের মধ্যে মনে অবশ্যই ছিলেন টলিউড নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। কনেকর্তার ভূমিকায়। টালিউড নায়কের সহকারি হিসেবে কাজ করেন মোহর।
শঙ্খ বাজিয়ে কন্যাসম মোহরের বিয়ে দিলেন প্রসেনজিৎ। তাঁর ভূমিকায় মুগ্ধ নেটিজেনরা। একহাতে সমস্ত কিছু সামলেছেন তিনি। বর আনতে গাড়ি গেছে কিনা, অতিথিদের ঠিকমত দেখাশোনা করা, লগ্ন সময় পেরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা সবকিছু সামলেছেন টলিউডের বুম্বাদা। বিয়েতে উপস্থিত ছিলেন টলিউড নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও।
আরোও পড়ুন: Paoli Dam | Body Shaming | পাওলি দামকে শরীর আর গায়ের রং নিয়ে কী কী শুনতে হয়েছিল জানেন?
গোধূলি লগ্নে ছিল বিয়ে। লাল বেনারসি এবং সোনার গহনায় সেজে উঠেছিলেন মোহর। অন্যদিকে লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি পড়ে বিয়ের আসরে দেখা গেল দুর্নিবারকে। গলায় ছিল গোলাপের মালা। খুশির হাসি তাঁর মুখে। সাত পাক শুভদৃষ্টি দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মোহর-দুর্নিবার।মালাবদল থেকে সিঁদুর দান সব কিছুতেই পাশে ছিলেন টলিউড নায়ক প্রসেনজিৎ। পিঁড়ি ধরা থেকে শঙ্খ বাজানো কোথাও পিছিয়ে ছিলেন না বুম্বাদা।
ব্যস্ততার মধ্যেও ফটোসেশন করতে ভোলেননি বর-কনে। নেট মাধ্যমে ঘুরছে পরিবার পরিজন ও বন্ধুদের শেয়ার করা ছবি। দুরনিমহরের বিয়ের আসর বসেছিল ‘হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল’ এ। প্রসেনজিৎ পুত্র মিশুক ও টলিউড নায়কের সঙ্গে ছবি তুললেন ঋতুপর্ণা। প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতি এই বিয়েতে অন্য আকর্ষণ ছিল।