skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনসৌমিত্র চট্টোপাধ্যায়ের 'ময়ূরবাহন ' চরিত্রটি করতে চাই - যিশু

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘ময়ূরবাহন ‘ চরিত্রটি করতে চাই – যিশু

Follow Us :

অনেকে পরিচালক প্রযোজক অভিযোগ করছেন অভিনেতা যিশুকে বাংলা ছবিতে পাওয়া যাচ্ছেনা, এর উত্তরে যিশুর সোজাসাপটা জবাব, ” যাদের নিতে ইচ্ছে রয়েছে তারা ঠিকই পায়, যারা নিতে চাননা, তারা অজুহাত দেখান, এই তো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালান এর ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করছি, এছাড়াও আর একটি ছবির তারিক মোটামুটি পাকা”।তিনি এই সব কথার উত্তর দিতে চান না।


অভিনেতা যিশুকে এর আগে উত্তম কুমারের চরিত্রে দর্শকরা ছবিতে দেখেছেন। এবার তাঁকে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে। পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি “অভিযান” এ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে যিশুকে। অভিনেতা যিশুর মতে তিনি যথেষ্ট ভাগ্যবান, যে একটি জীবনে তিনি দুই কিংবদন্তী অভিনেতার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করেছেন বহু সময় একসঙ্গে কাটিয়েছেন, তবে তিনি তাঁকে কপি করেননি, তাঁর জীবন দর্শন উপলব্ধি করে তাঁর চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছেন। তবে তিনি এক জন মানুষ হিসেবে প্রভাবিত হয়েছেন, তাঁর বহু কাজ দেখে মুগ্ধ হয়েছেন , শিখেছেন।


সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একসময় মিল রয়েছে, তাঁরা দুজনেই ক্রিকেটের ভক্ত। শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেটের পুরোনো দিনের বহু গল্প শুনেছেন। একবার ক্রিকেটার পতৌদির সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় সারা রাত গল্প করেন, পরের দিন তিনি আবার মাঠে খেলতে নামে। যিশু জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একজন ভার্সাটাইল অভিনেতা ছিলেন সেরকম হওয়া অসম্ভব। তবে পরিচালক ঠিক যেটা চেয়েছেন সেটা করার চেষ্টা করেছেন। এছাড়াও স্ক্রিপ্ট এতো ভালো ছিলো যে সহজেই কাজ করতে পেরেছেন।


সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত কোন চরিত্র তিনি করতে চান, এর উত্তরে তিনি বলেন, ‘ঝিন্দের বন্দী’ ছবিতে ময়ূরবাহন এর চরিত্র করার ইচ্ছে আছে। সেই নিয়ে কিছুটা কথাও এগিয়ে ছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তবে আর কিছু এগোয়নি।


ব্যোমকেশ হিসেবে যিশু সফল, আগামী দিনে কি তাঁকে ফেলুদার চরিত্রে দেখা যেতে পারে? এর উত্তরে তিনি জানান, ফেলুদা একটা এমন চরিত্র যেটা করার ইচ্ছে সকলের থাকে, আমার কাছে প্রস্তাব এলেও আমিও করতেই পারি।


কোন চিত্রনাট্য বাছাই এর সময় কী দেখেন, এর উত্তরে অভিনেতা যিশু বলেন, ” চরিত্রটি কতো বড় বা ছোট সেটা বিশেষ গুরুত্ব পূর্ণ নয় , তবে সেই চরিত্রটি যদি বাদ দেওয়া হয়, তাহলে কি ছবির কাহিনিতে প্রভাব ফেলবে, সেটাই দেখে নি”। যিশুকে দর্শক সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় কতোটা পছন্দ সেটাই দেখার।

RELATED ARTICLES

Most Popular