ঢাকে কাঠি পড়েই গেছে। আকাশের তুলোর মতো মেঘ আর ইতিউতি উঁকি দেওয়া কাশফুল জানান দিচ্ছে পুজোর আর বেশিদিন নেই। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ। সাথেই ব্যস্ততা চলছে কোন পুজোর উদ্বোধনে কে ফিতে কাটতে আসবেন সেই নিয়ে। এই সময় মোটা টাকাও হাঁকেন তারকারা। সূত্রের খবর, টেলি তারকাদের মধ্যে পুজোর উদ্বোধনে সবচেয়ে বেশি ডিম্যান্ড মিঠাইরানি ওরফে সৌমিতৃষা কুন্ডুর। এই মুহূর্তে বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় নাম তাঁর। সকল উদ্যোক্তারাই চান অভিনেত্রীকে দিয়ে পুজো মণ্ডপের ফিতে কাটাতে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে এক প্রতিবেদনে প্রকাশ করা হয় টেলি তারকারা পুজোর উদ্বোধনে আনুমানিক কত পারিশ্রমিক নেন সেই তালিকা। যেখানে দেখা যায় পুজো মণ্ডপ পিছু পঁচাশি (৮৫,০০০) হাজার টাকা দর হাঁকেন সৌমিতৃষা। সেখানেই দাবি করা হয়, পুজো মণ্ডপ পিছু পারিশ্রমিক বাবদ এক লক্ষ টাকা নেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে এবার মুখ খুলেছেন মিঠাই নিজে। সৌমিতৃষার দাবি, “এটা সম্পূর্ণ রূপে ভুল তথ্য।” আসলে পুজো মণ্ডপ পিছু তারকারা কে কত টাকা নেন সেই তালিকা দেখে মিঠাই-এর এক ভক্ত সরাসরি মাথায় ওরফে সৌমিতৃষাকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন। তার উত্তরের সৌমিতৃষা জানান এমনটা। সাথে তিনি আরো বলেন, “আমি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করি না।”
Html code here! Replace this with any non empty text and that's it.