Friday, July 4, 2025
HomeবিনোদনIliana D'Cruz | Baby Bump | ইলিয়ানার বেবি বাম্প

Iliana D’Cruz | Baby Bump | ইলিয়ানার বেবি বাম্প

Follow Us :

মুম্বই : খুব শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ(Ileana D’Cruz)।সোশ্যাল সাইটে বেবি বাম্পের(Baby Bump) ছবি শেয়ার করলেন বরফি(Barfi)-র অন্যতম নায়িকা।গত এপ্রিলেই ইলিয়ানা ডি ক্রুজ ইনস্টা(Instagram) পোস্ট করে জানিয়েছিলেন তিনি সন্তানসম্ভবা।অবশেষে নিজের বেবি বাম্পের ছবিও প্রকাশ্যে আনলেন বলিউড তথা বহু দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী।সদ্যই সোশ্যাল মিডিয়ায় দু দুটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা।ছবিতে স্পষ্ট নায়িকার বেবি বাম্প।ইলিয়ানার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই অভিনেত্রীকে মা হওয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তামান্না ভাটিয়া,আথিয়া শেট্টি(Tamanna Bhatiya,Athiya Shetty) সহ একঝাঁক বলিতারকা।ভক্তদের তরফেও অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন ইলিয়ানা।অভিনেত্রীর কোলে সন্তান আসতে যে আর খুব বেশি দেরি নেই তা বেবি বাম্প দেখেই বেশ বোঝা যাচ্ছে।    
প্রথমবার মা হতে চলেছেন বলিউড তথা দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।গত এপ্রিলেই সোশ্যাল মিডিয়ায় সন্তানসম্ভবা হওয়ার সুখবর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেই ইলিয়ানা উসকে দেন প্রেগনেন্সির জল্পনা।পাশাপাশি বরফি ছবির অভিনেত্রী লেখেন, “শীঘ্রই আসছে, ছোট্ট সোনার সঙ্গে দেখা করার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছি না”।হবু মা ইলিয়ানার ইনস্টা পোস্টের পরই তোলপাড় পড়ে যায় নেটদুনিয়ায়। অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নেটদুনিয়ার ভক্তরা। সাম্প্রতিককালে সেইভাবে আর ছবিতে দেখা যায় না ইলিয়ানা ডি’ক্রুজকে।শেষবার অভিষেক বচ্চন অভিনীত দ্য বিগ বুল ছবিতে সাংবাদিক মীরা রাওয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।এবার নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে ফের নেটদুনিয়ায় চর্চায় উঠে এলেন ইলিয়ানা ডি’ক্রুজ।স্ফিত উদর স্বত্বেও অভিনেত্রীকে যথেষ্ঠ আকর্ষণীয় লাগছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি ক্রুজ।তবে সেই সম্পর্ককে গোপনেই রেখেছিলেন তাঁরা।২০১৯সালে খবর প্রকাশ্যে আসে অ্যান্ড্রুর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ করেছেন ইলিয়ানা।সাম্প্রতিককালে ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন বহু সুপারহিট তেলুগু ফিল্মের নায়িকা।ক্যাটরিনা কাইফের ভাই সাবাস্টিয়ান কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইলিয়ানা ডি ক্রুজ।গতবছর মালদ্বীপে ক্যাটরিনার জন্মদিনের সেলিব্রেশনে সাবাস্টিয়ানের সঙ্গে তিনি সামিল হয়েছিলেন বলেও জল্পনা শোনা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন,ইলিয়ানার প্রথম সন্তানের বাবা ক্যাটরিনার ভাই সাবাস্টিয়ান।

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39