Friday, July 4, 2025
Homeবিনোদনছবির প্রমোশনে রাজকুমার-কৃতি

ছবির প্রমোশনে রাজকুমার-কৃতি

Follow Us :

ম্যাচিং ড্রেসে আপকামিং রিলিজ ‘হাম দো,হামারে দো’-র প্রচার সারলেন রাজকুমার রাও ও কৃতি স্যানন।২০১৭ থেকে ২০২১,দীর্ঘ চারবছর পর ফের ছবিতে একসঙ্গে দেখা যাবে রাজকুমার রাও-কৃতি স্যাননকে।দিওয়ালি উপলক্ষে ২৯ অক্টোবর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘হাম দো হামারে দো’।এর আগে ‘বরেলি কি বরফি’ এবং ‘রাবতা’ ছবিতে দুজনে একসঙ্গে কাজ করলেও,তাঁদেরকে নায়ক-নায়িকার ভূমিকায় পায়নি দর্শক।’হাম দো,হামারে দো-‘তেই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন রাজকুমার-কৃতি।অভিষেক জৈন পরিচালিত এই ছবিতে দেখা যাবে পরেশ রাওয়াল এবং রত্না পাঠক শাহ,অপারশক্তি খুরানাকেও।

আরও পড়ুন – মুক্তির অপেক্ষায় রাজকুমারের সাতটি ভিন্ন স্বাদের ছবি 

 

 

মুক্তির আগে সোশ্যাল সাইটে চুটিয়ে ছবির প্রমোশন সারছেন রাজকুমার রাও ও কৃতি স্যানন।সদ্যই একটি ছবির প্রমোশনাল একটি ইভেন্টেও যোগ দিলেন ছবির নায়ক-নায়িকা।অনুষ্ঠানে ম্যাচিং করে হোয়াইট ড্রেসও পড়লেন তাঁরা।কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির নতুন গান বাঁশুরি।’হাম দো, হামারে দো’-তে সামাজিক বার্তা তো থাকবেই।পাশাপাশি ছবিতে যে দারুণ রোম্যান্স করবেন রাজকুমার-কৃতি সেটা কিন্তু বেশ স্পষ্ট।

আরও পড়ুন – দীপাবলিতে ওটিটির মহারণ 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39