পরিচালক সৃজিত মুখার্জির পত্নী মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘অমানুষ’ বড়পর্দায় খুব শীঘ্রই মুক্তি পাবে। বাংলাদেশের পরিচালক অনন্য মামুন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা নিরবকে। আগামীকাল অর্থাৎ ১৭ জুন ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেলুলয়েডের অভিনেত্রী হিসেবে কেরিয়ারের প্রথম ছবির প্রচারে আদৌ দেখা যাচ্ছেনা মিথিলাকে। চলচ্চিত্র প্রেমীদের প্রশ্ন,কেন? অভিনেতা নিরব এর উত্তরে জানিয়েছেন মিথিলা এই মুহূর্তে তানজানিয়ায় একটি বিশেষ কাজে রয়েছেন। আর সেই জন্যেই মিথিলাকে ‘অমানুষ’এর প্রচারে দেখা যাচ্ছে না। একটি ভিডিও বার্তায় মিথিলা বলেছেন,’এই মুহূর্তে আমি তানজানিয়ায় একটি কাজে আছি। আপনারা সকলেই জানেন আমার প্রথম ছবি অমানুষ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না। এর জন্য যথেষ্ট খারাপ লাগছে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা হলে এসে ছবিটি দেখবেন’। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘অমানুষ’ ছবিটি। মিথিলা বাংলাদেশ ছাড়াও টালিউডে বেশ কয়েকটি কাজ করেছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.