Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsKashmir: কাশ্মীরে শিক্ষিকা খুনে জড়িত ২ জঙ্গি খতম ৩ দিনের লড়াইয়ে

Kashmir: কাশ্মীরে শিক্ষিকা খুনে জড়িত ২ জঙ্গি খতম ৩ দিনের লড়াইয়ে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: টানা তিনদিন কুলগাঁও অপারেশনে দুই জঙ্গি খতম হয়েছে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিসের আইজি বিজয় কুমার একথা জানান। কুলগাঁও জেলার গোয়ালপোরা এলাকায় সরকারি হাইস্কুলে ঢুকে অ-কাশ্মীরি শিক্ষিকা রজনী বালা হত্যায় জড়িত ছিল এরা। আইজি আরও জানান, এখনও দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিকে অনন্তনাগে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও এদিন বাহিনী ১৫ কেজি আইইডি উদ্ধার করেছে। জঙ্গিরা উপত্যকায় বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল। বিস্ফোরক উদ্ধারে সেই ছক বানচাল করে দেওয়া গিয়েছে।

কুলগাঁওয়ে রজনী বালার খুনিরা ঘাপটি মেরে আছে, এই খবর পেয়েই মঙ্গলবারই মিশিপুরা এলাকা ঘিরে ফেলে পুলিস, সেনা ও আধা সেনার জওয়ানরা। অন্যদিকে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নতুন করে আর একটি সংঘর্ষ শুরু হয়েছে। দুই হিজবুল জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলে পুলিস জানিয়েছে।

আরও পড়ুন: Rahul Gandhi: শুক্রবারের পরিবর্তে ২০ জুন ইডি দফতরে যেতে চান রাহুল

প্রসঙ্গত, গত ৩১ মে জম্মুর ৩৬ বছর বয়সি মহিলা রজনী বালাকে তাঁর স্কুলের সামনে হত্যা করে জঙ্গিরা। এর আগে বুধবারই অ-কাশ্মীরি ব্যাঙ্ক ম্যানেজারকে খুনের ঘটনায় জড়িত লস্কর জঙ্গিদের গুলি করে নিকেশ করে পুলিস। বিজয় কুমার। রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। মাত্র ৪ দিন হয়েছিল ম্যানেজারের দায়িত্ব নিয়ে কাজে যোগ দিয়েছিলেন। তাঁকে ব্যাঙ্কে ঢুকে গুলি করে এক জঙ্গি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থানুকূল্যে চলা ইল্লাকায়ি দেহাতি ব্যাঙ্কে চাকরি করতেন বিজয়। গত ২ জুন তাঁকে খুন করা হয়।

জম্মু-কাশ্মীর পুলিস জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে মঙ্গলবার সারারাত ধরে গুলির লড়াই চলে। ভোরের দিকে দুই লস্কর জঙ্গিকে খতম করতে সক্ষম হয় পুলিস। সূত্রে জানা গিয়েছে, তাদের একজন ওই ম্যানেজারকে খুন করেছিল। কাশ্মীরের পুলিস অধিকর্তা বিজয় কুমারকে উদ্ধৃত করে এক টুইটে বলা হয়েছে, খতম হওয়া দুই জঙ্গিদের মধ্যে একজনের নাম জান মহম্মদ লোন। সে সোপিয়ানের বাসিন্দা। অন্যজনের নাম এখনও জানা যায়নি। জান মহম্মদই সেই ম্যানেজারকে খুন করেছিল বলে দাবি পুলিসের।

RELATED ARTICLES

Most Popular