টাইগার শ্রফ তারা সুতারিয়া অভিনীত নতুন ছবি ‘হিরোপন্তি ২’-এর অন্যতম আকর্ষণ হতে চলেছেন ছবির ভিলেন ‘লায়লা’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি।ইদ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ছবি।ছবির প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নওয়াজ। ‘হিরোপন্তি ২’-তে তাঁর অভিনীত ‘লায়লা’ চরিত্রটি মেয়েলি স্বভাবের।এর আগে ভিলেনের ভূমিকায় নওয়াজ অভিনয় করেছেন কিন্তু সম্পূর্ণ অন্যরকম।কিন্তু ‘লায়লা’-র মতো একটি নারীসুলভ ভিলেনের চরিত্রকে কেন বেছে নিলেন অভিনেতা?উত্তরে নওয়াজউদ্দিন জানিয়েছেন,‘হিরোপন্তি ২’-তে লায়লা এমন একটি চরিত্র যাকে আগে থেকে অনুধাবন করা একেবারেই সম্ভব নয়।সবসময় এইরকম চরিত্রের খোঁজেই সবসময় থাকেন তিনি।যখন পরিচালক আহমেদ খান ‘লায়লা’-র চরিত্রটি নওয়াজকে অফার করেন একবারের বেশি দুবার ভাবেননি তিনি।তবে ছবির শ্যুটিং শুরুর পর নওয়াজ বুঝতে পারেন কাজটা কতোটা চ্যালেঞ্জিং।
পর্দায় ‘লায়লা’কে পারফেক্ট ভাবে ফুটিয়ে তোলার জন্য দৈনন্দিন জীবনেও খানিকটা মেয়েলি স্বভাবের হয়ে উঠেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। যা দেখে অনেকেই চমকে গিয়েছিলেন।এমনকি অনেকে তাঁকে প্রশ্নও করেছিলেন কেন এমনটা করছেন নওয়াজ? যদিও তখন আর বিশদে খোলসা করেননি তিনি।তবে ‘হিরোপন্তি ২’- এর শ্যুটিং শেষ হওয়ার পর তিনি সেই মেয়েলি স্বভাব পুরোপুরি ত্যাগ করেন।এই ‘লায়লা’-কে নওয়াজ সারাজীবন মনে রাখবেন। বক্সঅফিসে ভালো ফল করবে হিরোপন্তি ২,এমনটাই মনে করেন অভিনেতা।