ওয়েব ডেস্ক: অজয় দেবগন(Ajay Devgn) আবার ফিরছেন তার বিখ্যাত ক্রাইম থ্রিলার ‘রেইড'(Crime Thriller ‘Raid’) এর সিক্যুয়েল ‘রেইড ২'(‘Raid 2’) নিয়ে। রাজকুমার গুপ্ত(Rajkumar Gupta) পরিচালিত এই ছবিতে অজয়ের সাথে বাণী কাপুর(Bani Kapoor) এবং রীতেশ দেশমুখও(Ritesh Deshmukh) গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। রীতেশকে এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’ ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রথম পর্বের সাফল্যের পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ‘রেইড ২’ ২০২৫ সালের ১ মে সিনেমা হলে মুক্তি পাবে।
সম্প্রতি অজয় দেবগন তার ইনস্টাগ্রামে ‘রেইড ২’ এর একটি নতুন পোস্টার শেয়ার করেছেন। পোস্টারটিতে অজয় লিখেছেন, “নতুন শহর, নতুন ফাইল, অময় পট্টনায়েকের একটি নতুন রেইড।” পোস্টারের এক কোণে নেটফ্লিক্সের লোগো দেখে বোঝা যাচ্ছে, সিনেমাটি মুক্তির কিছুদিনের মধ্যেই এই ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে। কর অভিযান এবং দুর্নীতির আরেকটি আকর্ষণীয় গল্পের মঞ্চ তৈরি করেছে।
আরও পড়ুন:আচমকা অসুস্থ মা, শুটিং ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরলেন জ্যাকলিন!
রিপোর্ট অনুযায়ী, ‘রেইড ২’ এর অনলাইন স্ট্রিমিং স্বত্ত্ব নেটফ্লিক্সের কাছে বিক্রি করা হয়েছে। তাই সিনেমা হলে মুক্তির পর খুব শীঘ্রই দর্শকরা এটি নেটফ্লিক্সেও দেখতে পাবেন। তবে নেটফ্লিক্সে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তাই যারা সিনেমা হলে ‘রেইড ২’ দেখতে পারবেন না, তারা খুব শীঘ্রই বাড়িতে বসেই নেটফ্লিক্সের(Netflix) মাধ্যমে এই ছবিটি উপভোগ করতে পারবেন।
পোস্টারটিতে, অজয় বিশাল ফাইলের স্তূপের মাঝে দাঁড়িয়ে আছেন, দৃঢ়প্রতিজ্ঞ অভিব্যক্তি প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় লুকটি শেয়ার করে তিনি লিখেছেন, “নয়া শহর। নয়ি ফাইল। অউর আমায় পট্টনায়ক কি এক নয়ি রেইড। #Raid2 ১লা মে, ২০২৫ তারিখে আপনার কাছের সিনেমা হলে আপনার দরজায় কড়া নাড়ছে।” মূল রেইডটি ১৯৮০-এর দশকের বাস্তব জীবনের আয়কর অভিযান থেকে অনুপ্রাণিত এবং এতে অভিনয় করেছেন সৌরভ শুক্লা এবং ইলিয়ানা ডি’ক্রুজ, ইলিয়ানা অজয়ের স্ত্রীর ভূমিকায়।
দিকে, অজয় দেবগণকে শেষবার ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে দেখা গিয়েছিল , যেখানে তিনি বাজিরাও সিংহামের চরিত্রে তার আইকনিক ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন। রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন সহ তারকাখচিত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন।