বেয়ার গ্রিলসের সঙ্গে সাইবেরিয়ায় পাড়ি দিচ্ছেন রনবীর সিং। তবে ছবির কাজে নয় রিয়েল অ্যাডভেঞ্চারে যাচ্ছেন রনবীর। এর আগে অনেক ভারতীয় অভিনেতা যেমন অক্ষয় কুমার, রজনীকান্ত, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই অভিযানে গিয়েছিলেন। এবার রনবীরের পালা, খুব শীঘ্রই তিনি রওনা হচ্ছেন সাইবেরিয়ায়। ‘গালিবয়’ ও ‘পদ্মাবতের’ পর রনবীর এখন আন্তর্জাতিক শিল্পী। তাই গ্রিলসের সঙ্গে তাঁর এই অভিযানে যাওয়া অসম্ভব নয়। সাইবেরিয়ার দুর্গম স্থানে ঘুরবেন তাঁরা ।
আগামী মাসে শুরু হবে যাত্রা। একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যটফর্মে দেখানো হবে এই অভিযান।
রনবীর সিং এর বহু চর্চিত ছবি ৮৩ মুক্তির অপেক্ষায়, এই ছবিতে রনবীরের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। সার্কাস ছবির শ্যুটিং এখনও কিছুটা বাকি। এর মাঝেই রনবীর চললেন অভিযানে , এই অভিযানে অ্যাডভেঞ্চার তো থাকবেই, সঙ্গে বেয়ার গ্রিলসের সঙ্গে খুনসুটিতেও মাতবেন রুপোলি পর্দার আলাউদ্দিন খিলজি।