Friday, July 4, 2025
HomeবিনোদনFardeen Khan Comeback Film Visfot Ott Release : ফরদিনের ওটিটি ডেবিউ

Fardeen Khan Comeback Film Visfot Ott Release : ফরদিনের ওটিটি ডেবিউ

Follow Us :

বড়পর্দায় নয়,ওটিটিতে মুক্তি পেতে চলেছে ফরদিন খানের কামব্যাক ফিল্ম বিস্ফোট। একসময় একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিলেও বিগত বেশ কয়েক বছরে রূপোলি পর্দা থেকে উধাও হয়ে গিয়েছেন ফরদিন খান।তবে গতবছরই জানা গিয়েছে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরেছেন ফিরোজ খানের ছেলে।সঞ্জয় গুপ্তা প্রযোজনায় বিস্ফোট ছবিতে অভিনয় করবেন তিনি।ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন কুকি গুলাটি।শোনা যাচ্ছে,ভেনেজুয়েলার একটি ছবির হিন্দি রিমেক হতে চলেছে ফরদিনের কামব্যাক ফিল্ম বিস্ফোট।তাঁর সঙ্গে ছবিতে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, ক্রিস্টাল ডিস্যুজা, প্রিয়া বাপট,শিবা চাড্ডা ছাড়াও আরও অনেকেই।বড়পর্দায় মুক্তি পাবে বিস্ফোট,এমনটাই জল্পনা শোনা গিয়েছে ছবির শ্যুটিং শুরুর সময় থেকেই।তবে সদ্যই ছবির মুক্তি নিয়ে বড় খবর দিয়েছেন প্রযোজক সঞ্জয় গুপ্তা।তিনি জানিয়েছেন,বড়পর্দায় নয়,ওটিটিতে মুক্তি পেতে চলেছে বিস্ফোট।তাই হিসেব মতো এই ছবিটির হাত ধরেই ওটিটিতে পা রাখছেন ফরদিন খান। কিন্তু কেন ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নিচ্ছেন নির্মাতারা।

আরও পড়ুন – Shraddha Kapoor-Ruksana Kausar KC : শ্রদ্ধা এবার রুকসানা

এই প্রসঙ্গে কাঁটে-র পরিচালকের সাফ জবাব,শুরুতে ছবিটি বড়পর্দায় মুক্তির পরিকল্পনা নিয়েই এগোচ্ছিলেন তাঁরা।কিন্তু বর্তমানে বক্সঅফিসের অবস্থা মোটেও ভাল নয়।একের পর এক বিগবাজেট ছবি ফ্লপ হয়েছে।তাই অনেক ভেবেচিন্তেই ছবিটি ওটিটি রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ২০২৩সালেই ওটিটিতে মুক্তি পাবে বিস্ফোট।প্রযোজনার পাশাপাশি নিজের সঞ্জয় গুপ্তা পরিচালিত নতুন ছবি দ্য মিরান্ডা ব্রাদার্সও মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।ছবিতে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে ও মিজান জাফরি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39