মুম্বই : রোহিত শেট্টির(Rohit Shetty) কপ অ্যাকশন থ্রিলার সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স(Indian Police Force)-এর পর আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়তে চলেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা(Siddharth Malhotra)। বলিপাড়ার নতুন রাউডি রাঠৌর(Rowdy Rathore) সিডই হতে চলেছে বলে খবর বলিপাড়া সূত্রে।বেশ কয়েকবছর ধরেই জল্পনা শোনা যাচ্ছে রাউডি রাঠৌর-এর সিক্যুয়েল(Sequel) নিয়ে।প্রথম ছবির মতো রাউডি রাঠৌর ২(Rowdy Rathore 2)তেও মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমারই(Akshay Kumar)। এমটাই বারবার শোনা গিয়েছে।তবে সদ্যই রাউডি রাঠৌর-এর সিক্যুয়েল নিয়ে মিলেছে লেটেস্ট।জানা যাচ্ছে,অক্ষয় কুমারের বদলে বলিউডের নতুন রাউডি রাঠৌর হিসেবে সিদ্ধার্থ মালহোত্রাকেই বেঁছে নিয়েছেন নির্মাতারা।ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন সঞ্জয় লীলা বানশালি(Sanjay Leela Bhansali)।এখানেই কিন্তু শেষ নয়,রাউডি রাঠৌর ২ নিয়ে মিলেছে আরও খবর।দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে এই ছবি নিয়ে।
শোনা যাচ্ছে, ছবিতে সিদ্ধার্থের নায়িকা হতে চলেছেন বলিউডের এক প্রথম শ্রেণীর অভিনেত্রী।যদিও কে সেই নায়িকা তা প্রকাশ্যে আনছেন না কেউই।ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ছবির গল্প ও চিত্রনাট্য। ছবির কাস্টিংও শেষের দিকে।সবকিছু পরিকল্পনা মাফিক চললে মে মাসের শেষেই শুরু হয়ে যাবে রাউডি রাঠৌর ২-র শ্যুটিং।