বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি(SidharthMalhotra-Kiara Advani) প্রেমের সম্পর্কে ভাটা পড়ার খবর সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ছড়িয়ে পড়েছিল। নিজেদের সম্পর্কের কথা দুই বলিউড তারকা কেউ কখনো প্রকাশ্যে স্বীকার করেননি। ‘শেরশাহ'(Sersah) ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে আরো কাছাকাছি এসেছিলেন এই দুই তারকা। ছবিতে এই জুটি যতটা নজর করেছিলেন রিয়েল লাইফেও সংবাদের শিরোনামে একইসঙ্গে উঠে এসেছিলেন।
আরো পড়ুন: Harry Potter Hagrid Robbie Coltrane Dies: ‘হ্যারি পটার’ অভিনেতা প্রয়াত, বিদায় ‘হ্যাগরিড’
তারপর অবশ্য ‘ভুল ভুলাইয়া ২'(Bhool Bhulaiyaa 2) ছবিতে কিয়ারা আদবানি কাজ করেছিলেন কার্তিক আরিয়ানের সঙ্গে। তখন সোনা গিয়েছিল নতুন গুঞ্জন। সিদ্ধার্থের সঙ্গে নাকি বিচ্ছেদ করে কার্তিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন কিয়ারা। যদিও এই নতুন সম্পর্কের ক্ষেত্রেও কেউ কোনো শিলমোহর দেননি। তবে শোনা যায় নিজের ভুল বুঝতে পেরে কিয়ারা নাকি ফিরে এসেছিলেন সিদ্ধার্থের কাছে। তাই ছড়িয়েছে নতুন গুঞ্জন। কিয়ারা- সিদ্ধার্থ এইবার লুকোচুরি প্রেমের অধ্যায় ইতি টেনে ছাদনাতলায় যাবার প্রস্তুতি নিচ্ছেন। বিটাউনে জোড় গুঞ্জন আগামী বছরই বিয়ে সারতে চলেছেন বলিউডের এই তারকা যুগল। এমনকি বলিউড লাইফে এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী এপ্রিলে তারা নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। যদিও এক্ষেত্রেও নিজেরা মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।
শোনা যায় ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ ছবির পার্টি থেকেই তাঁদের প্রেমের সূচনা হয়েছিল। তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র অবশ্য জানিয়েছেন তারা সত্যি পরস্পরকে ভালোবাসেন এবং বাকি জীবনটা একসঙ্গেই কাটাতে চান। অন্য একটি সূত্র জানিয়েছে কিয়ারা-সিদ্ধার্থ বিয়ে করতে চলেছেন আগামী এপ্রিল মাসে দিল্লিতে। ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হতে চলেছে সেখানে। অবশ্য মুম্বই ফিরে হবে রিসেপশন পার্টি। সেখানে ই উপস্থিত থাকবেন অন্যান্য বলিউড তারকারা।
প্রসঙ্গত, নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তবুও তিনি কারান জোহরের শোতে এসে এক প্রশ্নের উত্তরে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন,’কিয়ারা আমার ঘনিষ্ঠ বন্ধুর থেকেও আরো বেশি কিছু।’সঞ্চালক করণ অবশ্য এর থেকে বেশি কথা সিদ্ধার্থের মুখ থেকে বের করতে পারেননি।