২০২২এর শুরুতেই ওটিটিতে শুরু হয়েছে ওয়েব সিরিজ দ্য ফেম গেম-এর স্ট্রিমিং।এই ড্রামা থ্রিলার সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রেখেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। পাশাপাশি দেখা গিয়েছে সঞ্জয় কাপুর,মানব কৌল,সুহাসিনী মুলে ছাড়াও আরও অনেকেই।প্রথম সিজনে অসম্পূর্ণই থেকে গিয়েছে দ্য ফেম গেম-এর কাহিনি।জনপ্রিয় অভিনেত্রী অনামিকা কোথায় আর কি ভাবে হারিয়ে গেলেন,তা আর জানা হয়নি দর্শকদের।তাই সিরিজের দ্বিতীয় সিজনের অপেক্ষায় ছিলেন সকলেই।জানা গিয়েছিল বছরের শেষেই নতুন সিজনের ঘোষণা হতে পারে।সদ্যই দ্য ফেম গেম ২ নিয়ে মিলেছে অন্য খবর।শোনা যাচ্ছে,এখনই সিরিজের নতুন সিজন আনতে রাজি নয় নেটফ্লিক্স কর্তৃপক্ষ।তাঁদের নতুন তালিকা থেকে বাদ দিয়েছে এই সিরিজ।যদিও দ্য ফেম গেম যথেষ্ঠ জনপ্রিয় হয়েছিল।কারণ,সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিতের মতো বড় অভিনেত্রী।সিরিজের গল্পও পছন্দ করছেন দর্শকরা।তবে কেন দ্য ফেম গেম ২ নিয়ে আগ্রহ দেখাচ্ছে না নেটফ্লিক্স?সূত্রের খবর,ওটিটি জায়েন্টের কাছে এখন প্রচুর কন্টেন্ট রয়েছে।যেখানে বিষয়বৈচিত্রের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে দ্য ফেম গেম।সেই কারণেই প্রচুর জনপ্রিয়তা স্বত্বেও সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে মাথা ঘামাচ্ছে না নেটফ্লিক্স।তবে ভবিষ্যতে সিরিজটির দ্বিতীয় সিজন নিশ্চয় প্রকাশ্যে আসবে।
Html code here! Replace this with any non empty text and that's it.