কলকাতা: উষসী চক্রবর্তী (Ushashi Chakraborty), সকলের প্রিয় ‘জুন আন্টি’। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী (Actress)। একের পর এক পোস্ট তাঁর ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় নেটদুনিয়ার পাতায়। তাঁকে নিয়ে ট্রোলও কম হয় না। সেই ট্রোলের সপাটে জবাব দিতেও ছাড়েন না তিনি। তবে, অনেকেরই প্রশ্ন, আবার কবে ছোট পর্দায় দেখা যাবে উষসীকে? এবার অনুরাগীদের সেই আবদার মিটতে চলেছে। কারণ, ফের ছোট পর্দায় ফিরছেন উষসী।
কোথায় দেখা যাবে তাঁকে? সূত্রের খবর, কালার্স বাংলার বহুল চর্চিত ধারাবাহিক টুম্পা অটোওয়ালিতে দেখা যাবে তাঁকে। উষসীর চরিত্রের নাম অস্মিতা। অরিঞ্জয় ও অশোকের বোন সে। পরিবারের অমতে বয়সে অনেক বড় একজনকে বিয়ে করায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বহু বছর পর আবার সে ফিরেছে। উদ্দেশ্য অসম্মানের বদলা নেওয়া। বলা বাহুল্য চরিত্রটা নেগেটিভ। তবে ধারাবাহিকে তরকা দেবে ষোল আনা।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, প্রকাশ্যে টাইগার ৩-এর টিজার
উষসী জানিয়েছেন, টানা কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই একটু বিরতি নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘শ্রীময়ী’-এর পর অনেক প্রস্তাব পেয়েছি। তবে সবই ফিরিয়ে দিয়েছি। এই চরিত্রটা বেশ মনে ধরেছে, তাই-ই রাজি হলাম।