নয়া দিল্লি: এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিয়েছে। ছবিতে এই গানের সঙ্গে নাচে পারফর্ম করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা রামচরণ এবং তাঁর সহ অভিনেতা জুনিয়র এন টি আর। অভিনেতা রামচরণ সম্প্রতি দেশে ফিরে এক সেমিনারে মন্তব্য করেছেন যে অস্কারের রেড কার্পেটে হাঁটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও অস্কারের মঞ্চে এই গানের পারফরম্যান্সে ছবির দুই শিল্পীকে ডাকা হয়নি।তা নিয়ে কিছুটা আক্ষেপের সুরেই অভিনেতা রামচরণ বলেছেন,”আমি ১০০ শতাংশ তৈরি ছিলাম যে অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের সঙ্গে নাচ করার ডাক পাব।”
অভিনেতা রাজনীতিতে পা রাখবেন কি না, সে প্রসঙ্গে জানিয়েছেন তিনি দু-নৌকায় পা দিয়ে চলতে চান না। আপাতত ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই কাজ করতে চান। কারণ এখনো অনেক কাজ বাকি আছে।
আরোও পড়ুন: Bahubali Actor | kidney Transplant | ‘বাহুবলি’র ভল্লালদেবের কর্নিয়ার পর কিডনি ট্রান্সপ্ল্যান্ট
অস্কারের মঞ্চ থেকে দেশে ফিরে আসার পর রামচরনকে নিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। যা নিয়ে রামচরণের নাম আবার নতুন করে সংবাদের শিরোনামে উঠে এসেছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হওয়ার খবর ইতিমধ্যেই সংবাদ এর শিরোনামে। জোর কদমে তৈরি হচ্ছে মহারাজকে নিয়ে এই বায়োপিকের চিত্রনাট্য। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়র চরিত্রে কোন বলিউড অভিনেতা থাকবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
এখন শোনা যাচ্ছে সৌরভের পাশাপাশি আর এক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তারকা ক্রিকেটার বিরাট কোহলিরও নাকি বায়োপিক তৈরি হতে পারে। বিরাটের সেই চরিত্রেই নাম উঠেছে জনপ্রিয় দক্ষিণী এই চিত্র তারকা রামচরণের। যা নিয়ে চলচ্চিত্র মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। লাইম লাইটে থাকা রামচরণ জানিয়েছেন খেলা নিয়ে যে কোন চিত্রনাট্যেই তিনি কাজ করতে আগ্রহী। কারণ বিষয়টি তাঁর যথেষ্ট ভালো লাগে। এটা তার দীর্ঘদিনের একটা স্বপ্ন। বিরাট কোহলির বায়োপিক প্রসঙ্গে অভিনেতা রামচরণ জানান এই চরিত্রে অভিনয় করতে পারলে তিনি যথেষ্ট খুশি হবেন। কারণ তাঁর কাছে বিরাট মানেই নতুন অনুপ্রেরণা। একটু হেসে অভিনেতা আরো বলেন, ‘আমাদের দুজনকে একই দেখতে’।
রামচরনের এই ইচ্ছেকে সঙ্গী করেই অনেক নামজাদা পরিচালক বিরাট কোহলির বায়োপিক নিয়ে তাৎপরতা শুরু করেছেন।
প্রসঙ্গত, বিরাট পত্নী অনুষ্কা শর্মা সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ এ কাজ শেষ করেছেন। এখন দেখার সত্যিই যদি বিরাটের বাইরে তৈরি হয় তাহলে পর্দায় তাঁর চরিত্রে রামচরণকে দেখা যায় কিনা!