Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMonkeypox: বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার সংখ্যা, উদ্বেগ প্রকাশ গবেষকদের

Monkeypox: বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার সংখ্যা, উদ্বেগ প্রকাশ গবেষকদের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আতঙ্ক বাড়ছে মাঙ্কিপক্স নিয়ে। আফ্রিকায় প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। আফ্রিকা ছাড়াও অন্যান্য দেশেও এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ১২০টি-র বেশি এই রোগে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসের উত্থান নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন প্রকাশ করেছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় অফ লস অ্যাঞ্জেলেসের এপিডেমিওলজিস্ট অ্যানী রিমোইন বলেছেন, এই ধরনের ভাইরাসের বিস্তারে চোখ খুলে যায়। অ্যানী এক দশকেরও বেশি সময় ধরে কঙ্গোতে মাঙ্কিপক্স নিয়ে গবেষণা করেছেন।

এটিকে মাঙ্কিপক্স বলা হয় কারণ, গবেষকরা ১৯৫৮ সালে ল্যাবরেটরির বানরগুলিতে এই ভাইরাসটিকে প্রথম শনাক্ত করেছিলেন। জানা গিয়েছে, ভাইরাসটি ইঁদুর থেকে মানুষের মধ্যে বা সংক্রামিত ব্যক্তিদের থেকে সংক্রমণ করে বলে মনে করা হয়। প্রতি বছর সাধারণত আফ্রিকা মহাদেশের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে গড়ে কয়েক হাজার এমন ঘটনা ঘটে। তবে আফ্রিকার বাইরের এমন ঘটনা বিরল। তবে আফ্রিকায় ভ্রমণ বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শেই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: Monkeypox India: মাঙ্কিপক্সের পরিস্থিতির উপর কড়া নজর রাখার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

গত সপ্তাহে আফ্রিকার বাইরে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ১৯৭০ সালের পর থেকে আফ্রিকার বাইরে শনাক্ত হওয়া সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। এই দ্রুত বিস্তার যা বিজ্ঞানীদের উচ্চ সতর্কতা অবলম্বন করেতে বাধ্য করছে।

RELATED ARTICLES

Most Popular