skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeআন্তর্জাতিকবিমান যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জার্মানি

বিমান যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জার্মানি

Follow Us :

সোমবার বিমান যাত্রায় নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি। ভারত, যুক্তরাজ্য, রাশিয়া, পর্তুগাল এবং নেপাল মোট পাঁচটি দেশের উপর থেকে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা।

সোমবার জার্মানির স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড -১৯-এর ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত যুক্তরাজ্য, ভারত এবং বাকি তিনটি দেশের ভ্রমণকারীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল। রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে যে ভারত, নেপাল, রাশিয়া, পর্তুগাল এবং যুক্তরাজ্য এই পাঁচ করোনা প্রবণ দেশ। এদের পুনরায় সংক্রমণ অনুযায়ী তালিকাভুক্ত করা হবে। ফলে এই সব দেশের নাগরিকরা যাত্রার অনুমতি পাবে।

উপরোক্ত দেশের নাগরিকরা করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে যাত্রা করলে তাঁদের ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। রিপোর্ট না থাকলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। টিকার দুটি ডোজ নেওয়া থাকলে তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

RELATED ARTICLES

Most Popular