skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent NewsImran Khan: শেষ বল পর্যন্ত খেলবেন ইমরান, ইস্তফার প্রশ্নই ওঠে না, ঘোষণা...

Imran Khan: শেষ বল পর্যন্ত খেলবেন ইমরান, ইস্তফার প্রশ্নই ওঠে না, ঘোষণা পাক তথ্যমন্ত্রীর

Follow Us :

ইসলামাবাদ: পার্লামেন্টে অনাস্থা নিয়ে ভোটাভুটি হওয়ার আগেই ইমরান খান (Imran Khan) পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন। পাকিস্তানের রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন। বুধসন্ধ্যায় তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকায়, সেই জল্পনা আরও জোরালো হয়। যাবতীয় জল্পনায় জল ঢেলে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ দিন জানান,  ইমরান খানের ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। শেষ বল পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন।

খেলার মাঠে ক্যাপ্টেন ইমরান খানের লড়াই কারও অজানা নয়। বরাবর সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন। অনেকে কঠিন পরিস্থিতি খাদের কিনারা থেকে পাকিস্তান দলকে টেনে তুলেছেন। নিজে পারফর্ম করে, সতীর্থদের থেকে সেরাটা সবসময় বের করে এনেছেন অধিনায়ক ইমরান।

কিন্তু বাইশ গজ আর রাজনীতির ময়দান এক নয়। তাই বাইশগজের ইমরানে আস্থা রেখে দিন বদলের স্বপ্ন দেখা পাকিস্তানিরা অনেকেই আশাহত হয়েছেন। ‘নয়া পাকিস্তান’-এর ডাক দিয়ে ২০২৮-য় ক্ষমতায় আসা ইমরানের (Pak Prime Minister) পিটিআই-জোট নানা ইস্যুতে ক্রমশ কোণঠাসা হতে থাকে। পরিস্থিতি আরও কঠিন করে তোলে অতিমারি। পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়ে। তাঁর আমলে বিদেশনীতিও প্রশ্নের মুখে পড়ে। এই অবস্থায় সরকার ফেলতে সক্রিয় হয়  বিরোধীরা।

বিরোধীরা জোটবদ্ধ ভাবে ইমরান খানের (Pakistan News) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। বৃহস্পতিবার থেকে এই অনাস্থার উপর বিতর্ক রয়েছে। ২ বা ৩ এপ্রিল পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি। তার আগে ইমরানের অন্যতম জোটসঙ্গী বিরোধীদের সঙ্গে হাত মেলানোয়, অনাস্থায় পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন: Imran Khan: সরকার ফেলতে ‘বিদেশি ষড়যন্ত্র’ দেখছেন ইমরান, সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ পাক প্রধানমন্ত্রীর

লড়াকুরা সহজে হাল ছাড়েন না। ইমরান খানও নয়। তাই শেষ পর্যন্ত তিনি দেখতে চান। তাঁর তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি টুইট বার্তায় জানান,  ভোটের দিন কে আমাদের মিত্র আর কে শত্রু তা আমরা দেখব। তার আগে ইমরানের ইস্তফা দেওয়ার প্রশ্ন ওঠে না। আক্রমণের লক্ষ্য যে ঘরশত্রু বিভীষণ হয়ে ওঠা ‘মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান’, তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের সঙ্গে ইতিমধ্যে রফা করেছেন ইমরান সরকারের এই জোটসঙ্গী।

ব্যক্তিটির নাম ইমরান খান। তাই শেষ বল পর্যন্ত যে সরকার ভাঙাগড়ার এই উত্তেজনায় পার্লামেন্ট টানটান থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

Most Popular