গ্যালেসনাক: প্রেমদিবসে বিপুল অর্থ আয় হল প্রেমের দ্বীপের! ক্রোয়েশিয়ার মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন একটি হৃদয় আকৃতির দ্বীপ রয়েছে, যাকে আদর করে সবাই ডাকে ‘আইল্যান্ড অফ লাভ’ নামে। এই ভ্যালেন্টাইনস ডে-তে পর্যটকদের আগমনে দ্বীপটি আয় করেছে ১১ ডলার (প্রায় ৯১ কোটি টাকা)। অ্যাড্রিয়াটিক সাগরের পাসম্যান খালে অবস্থিত এই দ্বীপটি স্থানীয়ভাবে গ্যালেসনাক নামেই পরিচিত। নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা গিয়েছে, এই দ্বীপে বেয়ন্সে, জেফ বেজোস এবং মাইকেল জর্ডান সহ বেশ কয়েকটি বিখ্যাত ব্যক্তিত্ব এসেছেন।
বেয়োন্সির ৩৯ তম জন্মদিনের পার্টি ছিল দ্বিপে। তিনি প্রতি বছর কয়েক দিন, এমনকি গোটা সপ্তাহ জুড়ে সেখানে থাকেন। গত বছর সেখানে গিয়েছিলেন মাইকেল জর্ডান, গিয়েছিলেন জেফ বেজোসও। নিউইয়র্ক পোস্টের এক প্রতিনিধি জানিয়েছেন, এই দ্বীপে সারা বছরই সেলিব্রিটিদের আনাগোনা। প্রেমের দ্বীপে কোনও হোটেল, ভিলা, রেস্তোরাঁ না থাকলেও সেলিব্রিটিরা তাঁদের প্রমোদতরী বা ইয়ট নিয়ে ওই দ্বীপের তীরে ভিড়ে যান। বিশেষ করে গ্রীষ্মকালই হল হুল্লোড়ের সেরা মরশুম।
আরও পড়ুন: Butcher Papers: ১৯৪৭-এর স্পর্শকাতর ‘বুচার পেপার্স’ খোলসা করতে চায় না ভারত!
সংবাদমাধ্যমের প্রতিনিধি আরও জানান, এই পর্যটন থেকে হওয়া আয় স্থানীয় জনজাতির মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। দ্বীপের মাত্র এক তৃতীয়াংশ বিক্রির এবং উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে।
ক্রোয়েশিয়ান দ্বীপগুলির মধ্যে এই হৃদয়-আকৃতির দ্বীপটি বেশ পরিচিত। নিউইয়র্ক পোস্টের অনুসারে, পৃথিবীর সেরা পর্যটন কেন্দ্রের তালিকায় রয়েছে ‘আইল্যান্ড অফ লাভ’। ২০১৯ সালে, জাদার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে সেখানে ৭ হাজার বছরেরও বেশি আগে থেকে মানুষ বাসবাস করতেন। প্রসঙ্গত, গোটা ক্রোয়েশিয়া দেশটারই ভ্রমণের জন্য জনপ্রিয়তা বাড়ছে। এক তো চোখ জুড়িয়ে দেওয়া সমুদ্র সৈকত, সেই সঙ্গে রয়েছে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন।