skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsSri Lanka Crisis: তীব্র জনরোষ, রাজাপক্ষেকে সরিয়ে নিয়ে যাওয়া হল শ্রীলঙ্কার নৌঘাঁটিতে

Sri Lanka Crisis: তীব্র জনরোষ, রাজাপক্ষেকে সরিয়ে নিয়ে যাওয়া হল শ্রীলঙ্কার নৌঘাঁটিতে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অশান্ত শ্রীলঙ্কায় জনরোষ থেকে বাঁচাতে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে নৌঘাঁটিতে সরিয়ে নিয়ে গেল সেনাবাহিনী। দেশজুড়ে তুমুল অশান্তি-বিক্ষোভের মাঝেই পরিবারের সদস্যদের সঙ্গে রাজাপক্ষের নতুন আশ্রয় এখন নৌবাহিনীর ঘাঁটি। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার থেকেই ক্ষোভে ফুঁসছিল শ্রীলঙ্কার জনতা। পদত্যাগের পরও রাগ মেটেনি তাঁদের। এদিন সকালে প্রধানমন্ত্রীর বাড়ির গেটের সামনে চলে আসেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে সশস্ত্র বাহিনী হেলিকপ্টারে করে তাঁকে বাড়ি থেকে তুলে নৌঘাঁটিতে নিয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গত কদিন ধরেই ক্ষুব্ধ জনতা কলম্বো শহরে প্রধানমন্ত্রীর টেম্পল ট্রি নামে দোতলা বাড়ির সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ভোরে একদল লোক নিরাপত্তা বাহিনীর বাধা টপকে বাড়িতে ঢোকার চেষ্টা করে। তখনই সশস্ত্র বাহিনী রাজাপক্ষে এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্তা জানান, জনতা অন্তত ১০টি পেট্রল বোমা ছোঁড়ে প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে। ওই কঠিন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী ও অন্যদের বার করে নিয়ে আসা হয়।

https://twitter.com/sasith_bandara/status/1523908292711395328?s=20&t=6gghMIGSqHoNEbj3XzL4UA

অপারেশন চালানোর আগে নিরাপত্তা বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস চালায় এবং শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এদিনই ক্ষুব্ধ জনতা এক প্রাক্তন মন্ত্রীকে গাড়ি সমেত একটি ঝিলে ফেলে দেয়। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে শ্রীলঙ্কায়। আগেই রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী রাজাপক্ষের ছোটভাই গোতাবায়া জরুরি অবস্থা জারি করেছেন দেশে। প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পর রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে আরও ক্ষমতা দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু তাতেও জনতাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। জরুরি অবস্থা এবং কার্ফুর মধ্যেই হাজার হাজার মানুষ পথে নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে।

আরও পড়ুন: Sri Lanka Crisis: অশান্ত শ্রীলঙ্কায় মৃত্যু বেড়ে ৭, বুধবার সকাল পর্যন্ত জারি কার্ফু

RELATED ARTICLES

Most Popular