skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsচিনে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত ১২

চিনে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত ১২

Follow Us :

চিন: প্রবল বৃষ্টিতে চিনে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝেংঝাও প্রদেশে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  আহত হয়েছেন ৫ জন।  বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই সৈন্যরা ১০ লক্ষের বেশি নাগরিককে সরিয়ে নিয়ে গিয়েছেন নিরাপদ এলাকায়।

বহু চিনা নাগরিক এখনও সাবওয়েতে, স্কুলে আটকে রয়েছেন। সাবওয়েতে থাকা একটি ট্রেনেও ঢুকে গিয়েছে বন্যার জল। মঙ্গলবার যাত্রীসহ এই ট্রেনটি হেনান প্রদেশের ঝেংঝাও যাচ্ছিল। সাবওয়ের মধ্যেই ওই ট্রেনে বন্যার জল ঢুকে পরে। তাঁদের উদ্ধার করার জন্য ট্রেনের ছাদটিকে কেটে ফেলা হয়েছে। উদ্ধার করা হয়েছে শতাধিক নাগরিককে।

টানা কয়েক দিন ধরেই বৃষ্টিতে ক্রমশই জলের স্তর বাড়ছে হেনান ও ঝেংঝু প্রদেশে। অধিকাংশ এলাকাই চলে গিয়েছে জলের তলায়। বেশ কয়েকটি বাঁধ ভেঙে পড়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে গিয়েছে। বন্ধ রাখা হয়েছে আন্তঃফ্লাইট যোগাযোগ। দেশে বন্যার সতর্কতা জারি করেছে চিনের আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। জানা গিয়েছে এক বছরে বৃষ্টিপাতের সমতুল্য বৃষ্টি গত তিন দিনে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular