কলকাতা: বর্তমানে অনলাইনে প্রতারণা (Online Scam) বা সাইবার প্রতারণা (Cyber Scam) বাড়ছে। নিত্যনতুন পদ্ধতিতে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে প্রতারকরা। ব্যাঙ্ক জালিয়াতি, টাওয়ার বসানোর নামে প্রতারণা, ভ্রমণের টিকিট দেওয়ার নামে প্রতারণা ছাড়াও সিম (SIM Card) অদলবদল করে মানুষকে টার্গেট করছে। প্রতারকরা আপনার ব্যক্তিগত ডেটার সাহায্যে তাদের মোবাইলে আপনার নম্বর সক্রিয় করে এবং তারপরে আপনার নম্বরে প্রাপ্ত সমস্ত তথ্য ব্যবহার করে।
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিচ্ছে প্রতারকরা। তারপর সেই সব তথ্য টেলিকম অপারেটরের কাছে পাঠায় এবং তাদের ফোনে আপনার সিম অ্যাক্সেস করে। আর আপনি জানতেও পারবেন না, আপনার নম্বরটি অন্য কেউ অপরাধমূলক কাজে ব্যবহার করবে। এই সহজ পদ্ধতিতে জেনে নিন আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে।
আরও পড়ুন: ব্যাঙ্ক জালিয়াতি থেকে বাঁচুন, এড়িয়ে যান এই ৫ হোয়াটসঅ্যাপ মেসেজ
আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে তা জানতে, প্রথমে আপনাকে একটি সরকারি ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে প্রথমে https://sancharsaathi.gov.in/Home/index.jsp টাইপ করতে হবে। এবার এই ওয়েবসাইটে যান শুধুমাত্র এবং আপনার মোবাইল নম্বর লিখুন। আপনি যদি অন্য ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনি নিজে থেকেই প্রতারণার শিকার হতে পারেন। তাই আপনি চাইলে সরাসরি গুগলে TafCop সার্চ করতে পারেন।
ওয়েবসাইট দেখার পর Citizen Centric অপশনে যান এবং ‘Know your mobile connection’-এ ক্লিক করুন। এখন এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে এবং এন্টার-এ ক্লিক করতে হবে। তারপর আপনার নম্বরে একটি ওটিপি আসবে, যা দেওয়ার পরে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি নম্বর লিঙ্ক করা আছে। আপনি যদি স্ক্রিনে কোনও নম্বর ব্যবহার না করেন, তবে এটি ব্লকও করতে পারেন। এখানে আপনি আপনার আধার কার্ডে আগে এবং বর্তমানে কতগুলি সিম ইস্যু করা হয়েছে। তার তালিকা দেখতে পাবেন।
দেখুন আরও অন্য খবর: