ওয়েব ডেস্ক: দিল্লিতে (Delhi) ২৭ বছর পর বিজেপি (BJP) ক্ষমতা দখল করেছে। তাতেই অক্সিজেন পেয়েছে বাংলার বিজেপি। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikary) লাফিয়ে বলতে শুরু করেছেন পরের টার্গেট বাংলা। এই নিয়ে বিভিন্ন ক্যাম্পেনও শুরু করে দিয়েছে বিজেপি। আগামী বছর বাংলার বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। এবার মহরাষ্ট্র, দিল্লি জয়ের ফর্মুলা মেনে বাংলাতেও রাশ নিজের হাতে নিতে চাইছে আরএসএস। গত বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে আরএসএস সেভাবে সক্রিয় হয়ে মাঠে নামেনি। এই রাজ্যে আগামী ২০২৬ সালে গেরুয়া শিবিরের ভোট পরিচালনার দায়িত্ব নিল আরএসএস। ১০ দিনের বঙ্গ সফরে এসে এই কথা বুঝিয়ে দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। কেশব ভবনের বদলে বৈঠক করছেন নিউটাউনে। তা যেন আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে কয়েক দিনের ওয়ার রুম। সেখানে দফায় দফায় সংগঠনের জেলাওয়াড়ি বৈঠক করছেন তিনি।
ইতিমধ্যে আরএসএসের নিয়মে দক্ষিণবঙ্গের বৈঠক হয়ে গিয়েছে। বৈঠক হয়েছে মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উওর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতাদের সঙ্গে। এরপর আগামী ১৩ ,১৪ ,১৫ ফেব্রুয়ারি সংঘ প্রধান বৈঠক করবেন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া জেলা নিয়ে। বৈঠকে পুরনো আরএসএস নেতাকর্মী , সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকছেন। ২০২৬ সালের নির্বাচনের জন্য এখন থেকে কী করতে হবে তা বলে দেওয়া হচ্ছে। সংঘ প্রধান বুঝে নিচ্ছেন কোথায় কী অবস্থা। বসে যাওয়া নেতাদের সঙ্গেও বৈঠক করছেন তিনি। সঙ্ঘ নিজেদের কর্মসূচি পর্যালোচনা করছে।
আরও পড়ুন: শূন্য পেয়েও ‘ইন্ডিয়া’ জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস
গত লোকসভা নির্বাচন এবং গত বিধানসভা নির্বাচনে সংঘ এই রাজ্যে অনেকটা নিশ্চুপ ছিল। তাতে বিজেপির ফল কী হয়েছে সবাই জানেন। এবার তাই এক বছর আগেই প্রস্তুতি শুরু। মহারাষ্ট্র, দিল্লির পর এই রাজ্যে সাফল্য আনতে সক্রিয় আরএসএস। কোন্দলে রাজ্য বিজেপির নেতৃত্বে এখন ছন্নছাড়া অবস্থা। দলের সবরকম কোন্দল মিটিয়ে বঙ্গ বিজেপিকে সচল করতে সংঘ প্রধানের এই ১০ দিনের সফর। তবে বাকি উওরবঙ্গ নিয়ে আরএসএসের সেভাবে চিন্তা নেই। তাই উওরবঙ্গের ছয় জেলা নিয়ে বৈঠক পরে হবে বলে জানা গিয়েছে।
দেখুন অন্য খবর: