Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWest Bengal Assembly: রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু, হইচই বিজেপির

West Bengal Assembly: রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু, হইচই বিজেপির

Follow Us :

কলকাতা: বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) ভাষণের মাধ্যমে বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন (Budget Session)। বাজেট অধিবেশনে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের নির্দেশ অনুযায়ী শাসকদলের সমস্ত বিধায়কও (MLA) হাজির বিধানসভায়। বিধানসভায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়কেরা। ভাষণ চলাকালীন বিজেপি বিধায়করা হৈ হল্লা শুরু করেন। বিধানসভার কাগজপত্র ছিঁড়ে বিজেপি বিধায়করা ফেলে দেন। রাজ্যপাল ভাষণ দেওয়ার সময়ই চোর ধরো, জেল ভরো স্লোগান দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিছুক্ষণ হইহল্লা চালিয়ে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। পরে লবিতে বিক্ষোভ দেখান। বিধানসভার বাইরে স্লোগান দিতে থাকেন। 

এদিন দুপুর ২টোয় রাজ্যপাল ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করেন। রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় দূরদর্শনে। দলের নির্দেশ, রাজ্যপালের ভাষণে কোনও বিঘ্ন যাতে না ঘটে তার দিকে নজর রাখতে হবে বিধায়কদের। প্রসঙ্গত দায়িত্ব নেওয়ার পর এটাই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রথম বাজেট ভাষণ। 

আরও পড়ুন:Mahua Moitra: আপেলকে আপেল বলব না তো, কমলালেবু বলব? অনড় মহুয়া মৈত্রকে কী জবাব দিলেন হেমা মালিনী! 

অন্যদিকে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় এদিন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ প্রায় সব বিজেপি বিধায়কই উপস্থিত ছিলেন ওই বৈঠকে।  

RELATED ARTICLES

Most Popular